For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হালিশহরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ৩, ধৃতরা তৃণমূল কর্মী দাবি বিজেপির

হালিশহরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার ৩, ধৃতরা তৃণমূল কর্মী দাবি বিজেপির

Google Oneindia Bengali News

হালিশহরে বিজেপি কর্মী খুনে তিনজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতরা সকলেই তৃণমূল মল্লিক ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির। সোমনাথ গঙ্গোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ এবং সুমন সাহা নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বীজপুর থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। যদিও তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগান জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন ওই বিজেপি কর্মী।

গ্রেফতার ৩ জন

গ্রেফতার ৩ জন

হালিশহরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। সোমনাথ গঙ্গোপাধ্যায় ওরফে কেলে সোমনাথ, সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই এবং সুমন সাহা ওরফে লাচার এই তিন জনকে গ্রেফতার করেছে পুলিস। তিন জনেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করেছে বিজেপি। তাদের শাস্তির দাবিেত বীজপুর থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা।

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগান জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি। গৃহ সম্পর্ক অভিযানেই অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিন জন। সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেই সৈকত ভাওয়াল নামে ওই বিজেপি কর্মী খুন হন বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই বলে অভিযোগ করেছেন।

খুন বিজেপি কর্মী

খুন বিজেপি কর্মী

শনিবার সন্ধেবেলা গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে খুন হন বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল। পিটিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপ মারা হয় বিজেপি কর্মীর উপর। হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কল্যাণীর এমজেএম হাসপাতালে মারা যান তিনি।

আক্রমণ দিলীপের

আক্রমণ দিলীপের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা অভিযোগ করেছেন, যেভাবে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে তাতে স্পষ্ট বিধানসভা নির্বাচন কতটা রক্তাক্ত হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর গাড়ির লক্ষ্য করে ইট , পাথর, লাঠি ছো়ড়া হয় বলে অভিযোগ।

English summary
3 arrested for BJP worker murder case at Halishar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X