For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এরাজ্যের বাংলা পাঠ্য পুস্তকে মিলখা সিংয়ের ছবি বিপর্যয়! টুইটে বিঁধলেন ফারহান

লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর। রাজ্যসরকারি এক পাঠ্যপুস্তকে কিংবদন্তী দৌড়বিদ মিলখা সিং এর ভুল ছবি ব্যবহার করা নিয়ে চরমে বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এরাজ্যের এক পাঠ্যপুস্তকে কিংবদন্তী অ্যাথলেট মিলখা সিং এর ভুল ছবি ব্যবহার করা নিয়ে চরমে বিতর্ক। ঘটনার কথা তুলে ধরে এদিন সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা মন্ত্রককে বেঁধেন অভিনেতা ফারহান আখতার।

রাজ্য সরকারী পাঠ্য পুস্তকে মিলখা সিংয়ের ছবি বিপর্যয়! টুইটে বিঁধলেন ফারহান

উল্লেখ্য, ২০১৩ সালে মিলখা সিং -এর বায়োপিক তৈরি হয় বলিউডে। ছবির নাম 'ভাগ মিলখা ভাগ'। রাকেশ মেহরা পরিচালিত সেই ছবিতে মিলখা সিং এর ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। প্রসঙ্গত , এ রাজ্য়ের এক বাংলা পাঠ্যপুস্তকে মিলখা সিং -এর ছবির জায়গায় 'ভাগ মিলখা ভাগ' ছবির ফারহান আখতারের ছবি প্রকাশিত হয়। আর সেই খবর সোশ্যাল মিডিয়ায় চলে আসে। ঘটনার কথা জানতে পেরে , এদিন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতরের প্রতি একটি টুইট করেন ফারহান। আবেদন করেন ছবিটি সরিয়ে যেন মিলখা সিং এর ছবি সেখানে দেওয়া হয়।

ফারহানের এই টুইটের প্রেক্ষিতে প্রত্যুত্তর দেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান।

এদিকে, ফরহানের টুইটের কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ১৭০০ 'লাইক' পেয়ে যায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে উঠতে থাকে। একের পর এক কমেন্ট আসতে থাকে পোস্ট ঘিরে। অনেকেই প্রশংসা করছেন ফারহানের। যেভাবে ফারহানের মতো অভিনেতা চোখে আঙুল দিয়ে রাজ্য সরকারকে এমন ভূল ধরিয়ে দিয়েছেন , তা প্রশংসা কুড়িয়েছে অনেকের থেকেই।

English summary
West Bengal School Book Uses Farhan Akhtar's Pic For Milkha Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X