For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরিয়ান খান মাদক কেসে এনসিবিকে চার্জশিট পেশের জন্য ৬০ দিন সময় দিল আদালত

আরিয়ান খান মাদক কেসে এনসিবিকে চার্জশিট পেশের জন্য ৬০ দিন সময় দিল আদালত

Google Oneindia Bengali News

বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে। কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। ফের চর্চায় আরিয়ান খানের মাদক কান্ড। বৃহস্পতিবার এনডিপিএস আদালত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌–কে চার্জশিট পেশ করার জন্য ৬০ দিনের সময় দেওয়া হয়েছে।

আরিয়ান খান মাদক কেসে এনসিবিকে চার্জশিট পেশের জন্য ৬০ দিন সময় দিল আদালত


এনসিবি এর আগে বিশেষ বিচারক ভিভি পাটিলের কাছে আবেদন করে এই মামলায় চার্জশিট পেশ করার জন্য ৯০ দিনের সময় সীমা চেয়েছিল। এই আবেদনে সিট জানিয়েছে যে ১২ মার্চের মধ্যে ১৭ জনের রাসায়নিক পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছে, যা প্রমাণ করে যে তল্লাশির সময় উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্য এনডিপিএস আইনের আওতায় মাদক/সাইকোট্রপিক ড্রাগস।

সিট এও বলেছে যে, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ আবার উচ্চ প্রভাবশালী ব্যক্তি এবং তাদের বিদেশি নাগরিকদের সঙ্গে অপরাধমূলক চ্যাটও রয়েছে, যাদের মধ্যে কিছুজন ভারতের বাইরেও ছিল। বিদেশি নাগরিকরা যুক্ত থাকার দরুণ এ ধরনের চ্যাটগুলি এখন তদন্তের আওতায় রয়েছে।

আস্ত পাহাড় কেটে বিক্রি করে দিচ্ছে সরকার, প্রতিবাদে গ্রামবাসী আস্ত পাহাড় কেটে বিক্রি করে দিচ্ছে সরকার, প্রতিবাদে গ্রামবাসী

গত বছর আরিয়ান এই মামলার সঙ্গে যুক্ত ১৯ জন অভিযুক্তের নাম জানিয়েছিলেন এনসিবির কাছে। প্রসঙ্গত, মুম্বই উপকূলে গোয়াগামী এক প্রমোদতরী থেকে তল্লাশি চালানোর সময় গত ৩ অক্টোবর গ্রেফতার হন আরিয়ান খান। আরিয়ান খানের বিরুদ্ধে মাদক রাখা, সেবন করা ও বিক্রি/‌কেনা সংক্রান্ত এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু হয়। তিন সপ্তাহ কারাগারে থাকার পর আরিয়ান খান জামিন পান। ‌

English summary
the court gave the ncb 60 days to file a chargesheet in the aryan khan drug case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X