#MeToo-র আঁচ পড়ল বিগ বি-র গায়েও, বিস্ফোরক টুইট স্বপ্নার
ভারতে কিছুদিন হল শুরু হয়েছে মি টু মুভমেন্ট। বিভিন্ন জগতের বিখ্যাত মানুষদের বিরুদ্ধে মুখ খুলেছেন বহু মহিলা। অলোক নাথ, বিকাশ বহেল, নানা পাটেকর, সাজিদ খান, অনু মালিক, কৈলাশ খেরের মতো নাম সামনে এসেছে। এবার এতে বিগ বি অমিতাভ বচ্চনের নাম টেনে আনলেন সেলেব্রিটি হেয়ারস্টাইলিশ স্বপ্না ভাবনানি।

আক্রমণ স্বপ্নার
বলিউডের বহু খ্যাতিমান তারকার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সেই তালিকায় এবার বিগ বি-কেও জড়িয়ে দিলেন স্বপ্না। টুইটারের পোস্টে বিগ বিকে আক্রমণ করেছেন তিনি।
|
বিগ বি-কে নিশানা
অমিতাভ বচ্চন মি টু মুভমেন্ট নিয়ে একটি পোস্ট করেন। সেটা এক টুইটার ইউজার শেয়ার করলে, সেটা নিয়ে স্বপ্না লেখেন। এটা সবচেয়ে বড় মিথ্যা। আপনার সিনেমা পিকু মুক্তি পেয়ে চলে গিয়েছে। সমাজকর্মী হিসাবে আপনার ইমেজও এভাবেই চলে যাবে।

টুইটে আক্রমণ
স্বপ্নার কথায়, আপনার সম্পর্কে সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তখন আপনি হাত কামড়াবেন, দাঁতে নখ কাটবেন। তাও তা কম পড়ে যেতে পারে। এমনকী অমিতাভ বচ্চনকে নিয়ে অন্য অনেক হেনস্থার গল্প অন্যের মুখে শুনেছেন বলেও দাবি করেছেন স্বপ্না।

অমিতাভের মুখ খোলা
নিজের ৭৪তম জন্মদিনে অমিতাভ বচ্চন মি টু মুভমেন্ট নিয়ে মুখ খোলেন। মহিলাদের সমর্থন করে লেখেন, বিশেষ করে কাজের জায়গায় কোনও মহিলাকে যৌন হেনস্থা করা বা যেকোনওরকম হেনস্থা করা গর্হিত কাজ। এটা হওয়া উচিত নয়।