For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানে নেহা, সোনু নিগম গান গাইলে কিছু হয় না!' ক্ষমা চেয়েও তোপ মিকার

পাকিস্তানে গিয়ে করাচিতে এক অনুষ্ঠানে গান গাওয়া গেয়েই রাতারাতি দেশের ক্ষোভের মুখে পড়ে যান গায়ক মিকা। ক্ষোভ যতটা আসে পাকিস্তান থেকে ততটাই আসে ভারত থেকেও।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে গিয়ে করাচিতে এক অনুষ্ঠানে গান গাওয়া গেয়েই রাতারাতি দেশের ক্ষোভের মুখে পড়ে যান গায়ক মিকা। ক্ষোভ যতটা আসে পাকিস্তান থেকে ততটাই আসে ভারত থেকেও। ভারতের তরফে এফডাব্লুআইসিই মিকাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই দেশের যেকোনও জায়গায় গানের ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে যান মিকা। এই সমস্ত কাণ্ডের পর শেষমেশ ক্ষমা চেয়ে নেন পাঞ্জাবী এই গায়ক।

পাকিস্তানে নেহা, সোনু নিগম গান গাইলে কিছু হয় না? ক্ষমা চেয়েও তোপ মিকার

ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কের অবনতি ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে তখন পাকিস্তানের করাচিতে গিয়ে মিকা এক বিয়ে বাড়িতে গান গেয়ে আসেন। এরপর থেকেই পাঞ্জাবী পপ তারকাকে ঘিরে চরম ক্ষোভ ভারত জুড়ে। এই ঘটনার পর মিকা ক্ষমা চেয়ে নেন । তবে সেই সাংবাদিক সম্মেলনে মিকা বলিউডের অন্যান্য গায়কদের প্রসঙ্গ তুলে তাঁদের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি। মিকা বলেন, 'অন্য শিল্পীরা পাকিস্তানে গিয়ে পারফর্ম করলে তা নিয়ে কেউ কথা বলে না। আমার জনপ্রিয়তা কমাতেই এমন করা হয়। '

[আরও পড়ুন: ছেলে অভিষেকের বিয়েতে জয়ার হাত ধরে নেচেছিলেন অমিতাভ! বচ্চন পরিবারের বিরল কিছু ছবি প্রকাশ্যে ][আরও পড়ুন: ছেলে অভিষেকের বিয়েতে জয়ার হাত ধরে নেচেছিলেন অমিতাভ! বচ্চন পরিবারের বিরল কিছু ছবি প্রকাশ্যে ]

এরপরই মিকা বলেন, 'দু' মাস আগে গায়িকা নেহা কক্কর , আতিফ আসলাম পাকিস্তানে পারফর্ম করেছেন। সেই সময় কেউ কিছু বলেননি কেন? এর আগে সোনু নিগম , আতিফ আসলমও পারফর্ম করেছেন।' মিকার দাবি, সোনু, বা নেহা কক্কর পাকিস্তানে পারফর্ম করলে তা নিয়ে কেউ প্রশ্ন তোলেন না, শুধু তাঁর বেলাতেই এমনটা হয়।

English summary
Mika Singh salms Sonu Nigam and Neha Kakkar On performing in Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X