For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ফাইলস মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতাকে কটাক্ষ রাষ্ট্রদূতের

কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতাকে তীব্র কটাক্ষ রাষ্ট্রদূত

Google Oneindia Bengali News

নতুন করে কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড ইতিমধ্যে কাশ্মীর ফাইলস নিয়ে তীব্র নিন্দা করেছেন। তারই প্রতিক্রিয়া দিলেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওন গিলন। তিনি ল্যাপিডের মন্তব্যের জন্য নিন্দা করেছেন। গোয়ায় সোমবার রাতে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) সমাপনী অনুষ্ঠানে ল্যাপিড 'দ্য কাশ্মীর ফাইলস' কে 'প্রপাগান্ডা মুভি' এবং 'অশ্লীল' বলে অভিহিত করেছিলেন। তিনি ফিল্ম গালার জুরি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ল্যাপিড বলেছিলেন যে উৎসবে ছবিটি প্রদর্শিত হতে দেখে তিনি বিরক্ত ও হতবাক হয়েছেন।

কাশ্মীর ফাইলস মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইজরায়েলের চলচ্চিত্র নির্মাতাকে কটাক্ষ রাষ্ট্রদূতের

ল্যাপিডের এই মন্তব্যে ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত বিরক্ত প্রকাশ করেন। তিনি বলেন, ল্যাপিডোকে টুইটারের খোলা চিঠিতে বলেন, 'আমি কোনও হিব্রু ভাষায় লিখছি না। আমি চেয়েছিলাম, আমার ভাইবোনেরা এই চিঠির বক্তব্য বুঝতে পারেন। এই চিঠিটি অপেক্ষাকৃত বড়। তাই আমি শেষের লাইনটা একেবারে প্রথমে বলছি। আপনার লজ্জিত হওয়া উচিৎ।'

গিলন একাধিক টুইট করে ল্যাপিডোকে ভর্ৎসনা করেন। তিনি বলেন, 'ল্যাপিডোর এই ধরনের মন্তব্যের জেরে ভারত ও ইজরায়েলের সম্পর্কের অবনতি হতে পারে।' তিনি টুইটে লেখেন, 'ভারত ও ইজরায়েলের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে। আপনার মন্তব্যের জন্য ভারত ও ইজরায়েলের সম্পর্কের ওপর যা প্রভাব পড়েছে, তাতে দুই দেশের জন্য লজ্জা হওয়া উচিত। এর জন্য আপনার লজ্জা হওয়া উচিত। আমাদের ক্ষমা চাওয়া উচিৎ।'

অন্য একটি টুইটে লেখেন, 'অতীতে আপনি নানা বিষয়ে স্বোচ্চার হয়েছেন। দেশের অভ্যন্তরে নানা বিষয়ে আপনার মত না মিললে আপনি স্বোচ্চার হতে পারেন। আপনি সেটাই করুন। অন্য দেশের ওপর আপনার হতাশা প্রকাশ করবেন না। আমি এই বিষয়ে নিশ্চিত নই, আপনি যে অভিযোগ করেছেন, তার কোনও ভিত্তি আছে কি না। আমি এই ধরনের কোনও তুলনা করতেও চাই না।'

পাশাপাশি তিনি বলেন, 'আমি কোনও চলচ্চিত্র বিশেষজ্ঞ নই। তবে আমি বলতে পারি, কোনও ঐতিহাসিক বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়নের পরেই সেগুলো নিয়ে মন্তব্য করা উচিৎ। আপনার অহঙ্কারী কথাবার্তা ভারতে ক্ষতের কারণ হয়ে উঠতে পারে। আপনি এখানকার বাসিন্দা নন। কিন্তু এখানকার অনেক স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে মূল্য দিতে হতে পারে।' তিনি পাশাপাশি ল্যাপিডোর মন্তব্যে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'দ্ব্যর্থহীন ভাষায় আমি আপনার মন্তব্যের নিন্দা করতে চাই। এই সিনেমাতে কাশ্মীর সমস্যার সংবেদনশীলতার মাধ্যমে তুলে ধরা হয়েছে।'

English summary
Israeli envoy said to Israeli film maker that you should be ashamed on Kashmir files remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X