For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবস ২০২০: বলিউডের কিছু গান যা আজও দেশপ্রেমের 'জোশ' তুঙ্গে রাখে! একনজরে তালিকা

স্বাধীনতা দিবস ২০২০: বলিউডের কিছু গান যা আজও দেশপ্রেমের 'জোশ' তুঙ্গে রাখে! একনজরে তালিকা

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের ভোরে 'বন্দে মাতরম' এর সুরের মুর্চ্ছনার সঙ্গে যদিও কোনও গানের তুলনা হয় না, তবুও তেরঙ্গা আকাশের বুকে সদর্পে উড়তেই এযাবৎকালের বহু গানই প্রতিটি ভারতীয়ের মুখে গুন গুন করে ভেসে আসে। দেশপ্রেমের মলাটে যতন্তে রাখা বহু বলিউডের ছবির গানই আজও গায়ে কাঁটা দেয়। দেখে নেওয়া যাক এমনই কিছু গানের প্রসঙ্গ।

সন্দেশে....

সন্দেশে....

জেপি দত্তর বর্ডার ছবির গান 'সন্দেশে আতে হ্যায়' আজও বহু ভারতীয়কে আবেগপ্রবণ করে। অনু মালিকের এই সুরের গান আজও অন্যতম হিট।

 মেরে দেশ কি ধরতি

মেরে দেশ কি ধরতি

'উপকার' ছবির গান 'মেরেদেশ কি ধরতি'। এককালে এই গানের ধারেকাছে কোনও হিট গান যায়নি। ভারত পাকিস্তান যুদ্ধরে আবহে ১৯৬৫ সালের পরিস্থিতিকে বর্ণনা করেছে এই গান।

 রং দে বসন্তি

রং দে বসন্তি

যুব সমাজের দেশের প্রতি ভালোবাসার ঘরানা একটু আলাদা। তবুও আগের প্রজন্মের মতো এঁরাও দেশকে একইভাবে ভালোবাসেন। আর সেই যুব প্রজন্মের ঘরানার ছাঁচে ফেলে ফিল্ম 'রং দে বসন্তি'র টাইটেল ট্র্যাকও বেশ জমজমাটি গান।

 আই লাভ মাই ইন্ডিয়া

আই লাভ মাই ইন্ডিয়া

'পরদেশ' ছবির এই গান একটা সময় বহু রেকর্ড ভেঙেছে। শাহরুখ মহিমা অভিনীত এই ছবির 'আইন লাভ মাই ইন্ডিয়া' বলিউডে অন্যতম হিট গান।

'ভারত হামকো..'

'ভারত হামকো..'

হরিহরণের কণ্ঠে এ আর রহমানের সুরে দেশের একাত্মবোধ এক লহমায় ধরা দিয়েছে রোজা ছবির এই গানে। 'ভারত হামকো জান সে প্যায়ারা হ্য়ায়' আজএ প্রতিটি ভারতীয়ের গায়ে কাঁটা দিতে বাধ্য!

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া

সুখবিন্দর সিং এর কণ্ঠে 'চকদে ইন্ডিয়া' ছবির টাইটেল ট্র্যাকও একটা সময় বেশ জনপ্রিয় হয়।

 অব তুমাহারে হাওয়ালে...

অব তুমাহারে হাওয়ালে...

'হকিকত' ছবির গান 'অব তুমাহারে হাওয়ালে...
ওয়াতন সাথিও' দেশবাসীকে আজও আবেগপ্রবণ করে। মহম্মদ রফির কণ্ঠস্বর ও কইফি আজমির লেখা এই গান আজও জনপ্রিয়।

হ্যায় প্রীত জাহাঁ কি ...

হ্যায় প্রীত জাহাঁ কি ...

'হ্যায় প্রীত জাহাঁ কি রীত '.. জমজমাট ছন্দের এই গান ভারতের প্রতিটি কোণায় একসময় স্বাধীনতা দিবস পালনের অন্যতম অঙ্গ ছিল।

 'অ্যায় ওয়াতন'

'অ্যায় ওয়াতন'

মেঘনা গুলজারের ছবি 'রাজি'র 'অ্যায় ওয়াতন' গানটিও বেশ দেশাত্মক ভাবনাকে তুলে ধরে।

ছল্লা

ছল্লা

দেশপ্রেমের 'জোশ' যদি তুঙ্গে রাখার কথাই হয় তাহলে 'উরি' ছবির 'ছল্লা' গানটির তুলনা হয়না। ভিকি কৌশল অভিনীত এই ছবির গান প্রবল জনপ্রিয়তা পেয়েছে।

স্বাধীনতা দিবস ২০২০, এক নজরে বলিউড সিনেমার প্রথম পাঁচ জনপ্রিয় দেশাত্মবোধক ডায়লগস্বাধীনতা দিবস ২০২০, এক নজরে বলিউড সিনেমার প্রথম পাঁচ জনপ্রিয় দেশাত্মবোধক ডায়লগ

English summary
Independence day 2020, 10 Bollywood Songs Which Will Make Your Patriotic Josh High
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X