For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি আতঙ্কিত, এটা আমার দেশের ভিত নয়:‌ দীপিকা পাড়ুকোন

আমি আতঙ্কিত, এটা আমার দেশের ভিত নয়:‌ দীপিকা পাড়ুকোন

Google Oneindia Bengali News

দীপিকা পাড়ুকোন সহ বলিউডের কয়েকজন সেলেবই জেএনইউ পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছেন। রবিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখ ঢেকে গুণ্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে তাণ্ডব চালায়, আহত হন পড়ুয়ারা। মঙ্গলবারই দীপিকা জেএনইউতে গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন এবং জেএনইউএসইউ সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গেও দেখা করেন। যিনি এই হামলায় গুরুতর আহত হয়েছেন।

আমি আতঙ্কিত, এটা আমার দেশের ভিত নয়:‌ দীপিকা পাড়ুকোন


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে '‌ছপাক’‌ অভিনেত্রী সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ‌ও কলেজগুলিতে পড়ুয়াদের ওপর হামলা নিয়ে কথা বলেন। তাঁকে জেএনইউ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দীপিকা বলেন, '‌আমি যেটা বলতে চেয়েছিলাম তা আমি দু’‌বছর আগেই যখন পদ্মাবত মুক্তি পেয়েছিল তখন বলেছিলাম। আজ যা দেখছি, তা আমাকে কষ্ট দেয়। আমি আশা করব না যে এটা নতুনভাবে স্বাভাবিক হবে। যেখানে যে কেউ যা কিছু বলতে পারবে এবং সেখান থেকে পালাতে পারবে।। আমি আতঙ্কিত এবং দুঃখিত। এটা আমাদের দেশের ভিত নয়।’ জেএনইউ হামলা নিয়ে দীপিকা বলেন, '‌যেটা ঘটেছে তার জন্য আমি খুবই ক্ষুব্ধ কিন্তু কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি এটা আরও খারাপ।’‌‌

দিল্লিতে তাঁর পরবর্তী ছবি '‌ছপাক’‌–এর প্রচারে এসেছিলেন দীপিকা, সঙ্গে তাঁর সহ–অভিনেতা বিক্রান্ত মসে। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে তৈরি হয়েছে। মঙ্গলবার দীপিকা জেএনইউ আক্রান্তদের সঙ্গে দেখা করার পর বিজেপির তাজিন্দর পাল সিং বগ্গা তাঁর ছবি বয়কট করার আহ্বান জানিয়েছেন।

English summary
On Tuesday, Deepika visited JNU to show her support to the students and met JNUSU president Aishe Ghosh who was seriously injured during the attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X