
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হোক অনিল কাপুরকে! ফ্যানের দাবির উত্তরে কী বললেন 'নায়ক''
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? তা নিয়ে রীতিমতো কার্যত দড়ি টানাটানি চলছে ঠাকরেদের সেনা শিবির ও বিজেপির ফড়নবীশ শিবিরের মধ্য়ে। এমন অবস্থায় মারাঠা রাজনীতিতে চলছে তোলপাড়। ৫০-৫০ মন্ত্রিসভার বণ্টনের দাবিতে অনড় থাকা শিবসেনার সঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে।

এদিকে, মারাঠা রাজনীতি যখন প্রবল সমস্যায় দুটি গেরুয়া শিবিরের রাজনৈতি ক পদক্ষেপ , পাল্টা পদক্ষেপে, তখন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দাবি ,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসানো হোক অনিল কাপুরকে! সোশ্যাল মিডিয়ায় এমন দাবিতে সোচ্চার হয়েছেন অনেকেই। এক্ষেত্রে অনিল অভিনীত 'নায়ক' ছবিটির প্রসঙ্গ তুলে ওই ভক্ত বলেন, পর্দায় এক দিনের মুখ্য়মন্ত্রী হয়ে কী করেছেন অনিল কাপুর দেখেছেন সকলেই। তাই ওনাকেই (অনিল কাপুর) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসানো হোক।
मैं nayak ही टीक हूँ 😎@vijaymau https://t.co/zs7OPYEvCP
— Anil Kapoor (@AnilKapoor) October 31, 2019
ভক্তের এমন আজব দাবি শুনে অবাক হয়ে যান খোদ অনিল কাপুরই। অনিল সাফ জানান, তিনি 'নায়ক' হিসাবেই ঠিক আছেন। তাঁর কোনও প্রয়োজন নেই কোনও মুখ্যমন্ত্রী পদে বসবার। এক টুইটে নিজের অবস্থান স্পষ্ট করে দেন 'মিস্টার ইন্ডিয়া'।