• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

স্বাধীনতা দিবস ২০২০, এক নজরে বলিউড সিনেমার প্রথম পাঁচ জনপ্রিয় দেশাত্মবোধক ডায়লগ

করোনা আবহেই উদযাপিত হবে দেশের স্বাধীনতা দিবস। সামািজক সুরক্ষা বিধি মেনে নিউ নর্ম্যালেই মধ্য দিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের উদযাপনের একটা বড় অংশ জুড়ে থাকে বলিউডের সিনেমা। কোনও না কোনও বড় বাজেটের সিনেমা মুক্তি পায় স্বাধীনতা দিবসে। এবার তা না হলেও কয়েকটি জনপ্রিয় ডায়লগ জেনে নেওয়া যাক।

স্বদেশ

স্বদেশ

স্বাধীনতা দিবসের স্পেশাল হিসেবে টেলিভিশনে স্বদেশ দেখানো হবে এমন কথা নতুন নয়। স্বাধীনতা আন্দোলন বা দেশপ্রেমের তেমন বিষয় বস্তু না থাকলেও শাহরুখ খানের এই সিনেমাটি বারবার দেখতে ইচ্ছে করে। এই স্বদেশের শাহরুখের মুখে থাকা কয়েকটি ডায়ালগ বিশেষ জনপ্রিয়।' ম্যায় নেহি মানতা হামারা দেশ দুনিয়া কা সবসে মহান দেশ হ্যায়। লেকিন ইয়ে জরুর মানতা হুঁ কি হাম মে কাবিলিয়ত হ্যায়, তাকত হ্যায় আপনে দেশকো মহান বানানে কি।'

রং দে বসন্তি

রং দে বসন্তি

স্বদেশের মতই আরেকটি জনপ্রিয় সিনেমা আমির খানের রং দে বসন্তি। সেখানেও টিপিকাল দেশাত্মবোধ মূলক কিছু না থাকলেই দর্শকরা বারবার দেখতে চান ছবিটি। জনপ্রিয় দেশাত্মবোধক সিনেমা হিসেবে বিবেচিত হয়ে যাতে এটি। তাতে আমির খানের কণ্ঠে একটি ডায়লগ রয়েছে। যেটি সবচেয়ে বেশি জনপ্রিয়। ' দূর সে কমন্ট্রি দেনা বহত আসান হোতা হ্যায়। দুসরো কো গালি দেনা অউর ভি আসান। আগর তুমহে ইতনি প্রবলেম হ্যায় তো তুম বদলো না দেশ কো। কোই ভি দেশ পারফেক্ট নেহি হোতা, উসে পারফেক্ট বানানা পরতা হ্যায়। আব ভি জিসকা খুন না খওলা, খুন নেহি ও পানি হ্যায়, জো দেশ কে কাম না আয়ে ও বেকার জওয়ানি হ্যায়।'

গডর এক প্রেম কথা

গডর এক প্রেম কথা

স্বাধীনতা দিবস মানেই এটা দেখানো হবেই টেলিভিশনে। সানি দেওল আর আমিসা প্যােটলের ব্লক ব্লাস্টার ফিল্ম। সেই ফিল্মেই সানি দেওয়লের কণ্ঠে একটি ডায়লগ রয়েছে, 'হামারা হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায়, অউর জিন্দাবাদ রেহেগা।' এই ডায়লগ শোনার জন্য বার বার দর্শকরা দেখতে চান সিনেমাটি।

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া। শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা গুলির মধ্যে অন্যতম। বিদেশের মাটিতে মহিলা হকি দলের সাফল্যের কাহিনী। এই সিনেমার মূল চরিত্রে রয়েছেন শাহরুখ খান যাঁকে দেখা গিয়েছে কবির খানের ভূমিকায়। তাঁরই কণ্ঠে রয়েছে ডায়লগটি, ' মুঝে স্টেটকে নাম না সুনাই দেতে হ্যায় না দিখাই দেতে হ্যায়, সিরফ মুলক কা নাম শুনাই দেতে ইন-ডি-আ

বেবি

বেবি

অক্ষয় কুমারের জনপ্রিয় ছবি বেবি। ইন্টালিেজন্স এজেন্সির স্লিপার সেলের কাহিনী নিয়ে তৈরি হয়েছে বেবি। যার প্রধান চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। তার একটি ডায়লগে হাত তালিতে ভরে যায় সিনেমা হল। সেই জনপ্রিয় ডায়লগটি হল,' রিলিজওনওয়ালা যো কাম হোতা হ্যায়, উসমে হাম বোল্ড অউর ক্যাপিটাল মে ইন্ডিয়ান লিখতে হ্যায়।'

মহাকরণের সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুল সিনহার

মায়ের মৃত্যু থেকে অভিনেতার আত্মহত্যা, ৯ পাতার আবেগভরা দীর্ঘ চিঠি প্রকাশ সুশান্তের পরিবারের

English summary
Five most popular Independence Day special bollywood film Dialogues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X