For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারোর ধর্মীয় আবেগে আঘাত করা হয়নি, বিবৃতি জারি করে স্পষ্ট করলেন ‘‌ভাওয়াই’‌ নির্মাতারা

বিবৃতি জারি ভাওয়াই সিনেমার নির্মাতাদের

Google Oneindia Bengali News

প্রতীক গান্ধীর আসন্ন ছবি '‌ভাওয়াই’‌–এর নির্মাতারা এক বিবৃতি জারি করে স্পষ্ট করে জানিয়েছেন যে এই সিনেমার বিতর্কিত সংলাপটি সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে এই সিনেমার নামও '‌রাবণ লীলা’‌ থেকে বদল করে '‌ভাওয়াই’‌ রাখা হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কারণে এই সিনেমাকে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় দেখা যায়। নির্মাতারা তাদের বিবৃতিতে জানিয়েছেন যে '‌ভাওয়াই’‌ সিনেমাটি দুই ব্যক্তির একটি কাল্পনিক গল্প, যাঁরা একটি নাটক কোম্পানিতে চাকরি করেন।

ভাওয়াই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড

ভাওয়াই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড

প্রতীক গান্ধীর আসন্ন ছবি '‌ভাওয়াই'‌-এর আগে নাম ছিল '‌রাবণ লীলা'‌। কিন্তু এই নাম প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে যায়, তার কারণ ছবির নাম নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই বাধ্য হয়ে এই নাম বদলে '‌ভাওয়াই দেওয়া হয়। সম্প্রতি নির্মাতারা একটি বিবৃতি জারি করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই সিনেমা কোনওভাবে কারোর ধর্মীয় ভাবাবেগে আগাত করেনি এবং এটি দুই ব্যক্তিকে নিয়ে একটি কাল্পনিক গল্প, যাঁরা একটি নাটক কোম্পানিতে কাজ করেন।

 কি বলছে বিবৃতি

কি বলছে বিবৃতি

বিবৃতিতে বলা হয়েছে, '‌আমাদের বিশ্বাস এই বিবৃতি আমাদের সিনেমা ভাওয়াই সম্পর্কিত সমস্ত ভুল উপস্থাপনা, সন্দেহ এবং ভুল ধারণা পরিস্কার হয়ে যাবে।'‌ বিবৃতিতে বলা হয়েছে, '‌আমাদের সিনেমা ভাওয়াই একটি কাল্পনিক প্রেমের গল্প দু'‌জনকে কেন্দ্র করে, রাজা রাম জোশী (‌প্রতীক গান্ধী)‌ ও রাণী (‌ঐন্দ্রিতা রয়)‌, যাঁরা একটি নাটক সংস্থায় কাজ করেন এবং মঞ্চের তাঁদের জাবন কীভাবে বদলায় তাই দেখানো হয়েছে। রাবণ লীলা নাম নিয়ে সিনেমার প্রোমো মুক্তি পায়, সিনেমার নায়ক একজন নাট্যকর্মী, যিনি নাটকে রাবণের চরিত্রে অভিনয় করেন। প্রোমোর নাম ও প্রোমোর সংলাপ নিয়ে আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে ওই সংলাপ ও রাবণ লীলা নামটি এই সিনেমার সঙ্গে আর কোনোভাবে যুক্ত নয় এবং প্রোমো থেকেও তা বাদ দেওয়া হয়েছে আমাদের দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে।'‌ বিবৃতিতে এও বলা হয়েছে, '‌হিন্দু সংস্কৃতি এবং রামায়ণের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। এই সিনেমা বা সিনেমার কোনও অংশ কোনওভাবে ধর্মীয় ভাবাবেগে বা ধর্মীয় বিশ্বাসে আঘাত হানেনি। ভাওয়াই সিনেমাটি সেন্সর বোর্ডের পক্ষ থেকে '‌ইউ'‌ বিভাগে অনুমোদিত ও পাস হয়েছে।'‌

নতুন পোস্টার মুক্তি

নতুন পোস্টার মুক্তি

সোশ্যাল মিডিয়ায় সিনেমার নাম '‌রাবণ লীলা'‌ নিয়ে কটাক্ষের সম্মুখিন হওয়ার পর নির্মাতারা সিনেমার নাম পরিবর্তন করে '‌ভাওয়াই'‌ রাখেন এবং নতুন পোস্টার নেট দুনিয়ায় পোস্ট করা হয়। প্রতীক গান্ধীও ওই একই পোস্টার তাঁর অ্যাকাউন্টে শেয়ার করে বলেন, '‌আমার জন্য, প্রত্যেকটি গল্প যার অংশ আমি তা আপনাদের মনের সঙ্গে যোগ করে এবং কোনও আবেগকে আঘাত করবে না!‌ আমরা এক গ্রুপ হয়ে এই সিনেমার নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ১ অক্টোবর আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে।'‌

ভাওয়াই সিনেমার গল্প

ভাওয়াই সিনেমার গল্প

ভাওয়াই সমাজের ভণ্ডামি ও দ্বৈত মান নিয়ে প্রশ্ন তোলে। প্রতীক গান্ধীকে এক অভিনেতার ভূমিকায় দেখা যাবে, যিনি স্থানীয় রাম লীলাতে রাবণের চরিত্রে অভিনয় করবেন। প্রতীক গান্ধীকে দেখা যাবে প্রচলিত গল্পকে ভেঙে পুনরায় ধর্মীয় ব্যাখা লিখতে। সিনেমার প্রেক্ষাপট তৈরি হয়েছে খাকর গ্রামে, যেখানে বার্ষিক রাম লীলাতে প্রতীক গান্ধী তথা রাজা রাম জোশী রাবণের ভূমিকায় অভিনয় করবেন। তিনি রাণীর (‌ঐন্দ্রিতা রয়)‌ প্রেমে পড়েন, যে কিনা রাম লীলায় সীতার চরিত্রে অভিনয় করছেন। যদি আজকের সময়ে দাঁড়িয়ে রাবণ ও সীতা বাস্তব জীবনে জুটি বাঁধত তবে কি হত?‌ এই সিনেমাটি সেই উত্তর দেওয়ার চেষ্টা করেছে। ভুয়ো ধর্মীয় বিশ্বাস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ১ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
After trolling on social media, the makers of Bhavai issued a statement saying that the movie did not hurt any religious sentiments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X