
রাজের সঙ্গে কি শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটছেন শিল্পা? অভিনেত্রীর চরম পদক্ষেেপ কোনও ইঙ্গিত
এবার কী সম্পর্ক ভাঙতে চলেছে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার। কারণ গত সপ্তাহে ডান্স দিওয়ানের শ্যুটিংয়ে ফেরার পর ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছিলেন শিল্পা। তাতে তিনি লিখেছিলেন আমিও ভুল করেছিলাম। তারপরেই রােজর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার বোধ হয় পাকাপাকি ভাবেই শিল্পার সঙ্গে রােজর সম্পর্ক শেষ হতে চলেছে।

রাজের বাড়ি ছাড়ছেন শিল্পা
আর রাজের সঙ্গে বনিবনা হচ্ছে না শিল্পার। বিশেষ করে পর্নোগ্রাফি ভিডিও কান্ডের পর রাজকে আর মেনে নিতেই পারছেন না শিল্পা। শেষ পর্যন্ত রাজের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনই শোনা যাচ্ছে বলিউডে কান পাতলেই। তাই নাকি শোনা যাচ্ছে । খুব শিগগিরই রাজের বাড়ি ছাড়তে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শিল্পা রাজের দ্বিতীয় স্ত্রী। রাজকে বিয়ে করার পর রাজের প্রাক্তন স্ত্রী নাকি শিল্পার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁকে ছিনিয়ে নেওয়ার। ব্রিেটনের শিল্পপতি রাজ। বিপুল সম্পত্তির মালিক তিনি। সেই সম্পত্তির লোভেই িশল্পা নাকি রাজকে বিয়ে করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

কাজে ফিরেছেন শিল্পা
স্বামী যখন জেলে সেই চরম মানসিক পরিস্থিতির মধ্যেই কাজে ফেরেন শিল্পা। ডান্স দিওয়ানের শ্যুটিংেয়র প্রথম দিনেই সেটের মধ্যে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। মানসিক ভাবে এখনও যে তিনি পুরোপুরি সামলে উঠতে পারেননি সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য রাজ কুন্দ্রার গ্রেফতারির ঘটনায় শিল্পা শেট্টিকেও জেরা করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। শিল্পা-রাজের জুহুর বাড়িতে দুই দফায় তল্লাশি চালিয়েছেন শিল্পা শেট্টি। বারবার পুলিশের জেরায় এবং বাড়ির তল্লাশির সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা। এমনকী রাজের সঙ্গে বচসাতেও জড়িয়েছিলেন তিনি।

শিল্পার পোস্ট
ডান্স দিওয়ানের শ্যুটিংয়ের ফেরার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন শিল্পা শেট্টি। তাতে তিনি সোফিয়া লোরেনের একটি লেখা শেয়ার করেছিলেন তিনি। তাতে লিখেছিলেন আমিও ভুল করেছি, বাট ইটস একে। িশল্পার এই ছোট্ট লাইনে বুঝিয়ে দিয়েছিল ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াতে চাইছে। শোনা যাচ্ছে একাধিক পরিচালকের সঙ্গে নাকি কথাও বলেছেন শিল্পা। দুই সন্তানের জননী তিনি। একা হাতে সবটাই করতে হবে। গুরু দায়িত্ব পালনে পিছিয়ে যায়নি সে। তবে এটাও আবার শোনা যাচ্ছে রাজের সঙ্গে পুরোপুরি বিচ্ছেদের পথে না হেঁটে আলাদা থাকতে চাইছেন তিনি। দুই সন্তানকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন নাকি শিল্পা। অভিনেত্রী দাবি করেছেন তিনি নাকি রাজের অর্থ রোজগারের এই উপায় সম্পর্কে কিছুই জানতেন না। শিল্পার এই কঠিন পরিস্থিতিতে তাঁর বন্ধুরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।

গ্রেফতার রাজ কুন্দ্রা
জুলাই মাসে হইচই ফেলে দিয়েছিলেন রাজ কুন্দ্রা। রাতারাতি গ্রেফতার করা হয়েছিল শিল্পপতি রাজ কুন্দ্রাকে। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে পর্নভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। রাজ হটস্পট অ্যাপের মাধ্যমে এই সব পর্নভিডিও ছড়াতেন। সেগুলি আবার নির্দিষ্ট সময়ের পরডিলিটও হয়ে যেত। রাজের জামাইবাবু এই কোম্পানির মালিক। রাজের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক ভিিডও-র সিডি উদ্ধার করেছে পুলিশ। এখনও জামিন পাননি রাজ কুন্দ্রা। উঠতি মডেল এবং অভিনেত্রীদের ওয়েব সিরিজে অভিনয়ের টোপ দিয়ে নীল ছবিতে অভিনয় করার প্রস্তাব দিতেন রাজ।