For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কখনও বিমানেই চড়েননি, এমন বহুজনকে চার্টার্ড ফ্লাইটে দেরাদুনে ঘরে পাঠালেন সোনু

  • |
Google Oneindia Bengali News

আগের বার চার্টার্ড বিমানে কেরল থেকে দেড়শোরও বেশি মহিলাকে ওড়িশায় তাঁদের ঘরে পাঠিয়েছেন সোনু সুদ। এবার একইভাবে সোনু সুদ আরও একটি চার্টার্ড বিমানে দেরাদুনের ঘরে পাঠালেন বহু পরিযায়ী শ্রমিক তথা আটকে পড়া মানুষকে।

 আগের বার চার্টার্ড বিমানে কেরল ঠেকে দেড়শোরও বেশি মহিলাকে ওড়িশায় তাঁদের ঘরে পাঠিয়েছেন সোনু সুদ। এবার একইভাবে সোনু সুদ আরও একটি চার্টার্ড বিমানে দেরাদুনের ঘরে পাঠালেন। শাস্ত্রে আছে, দুঃসময়ে যিনি নিজের জীবন তুচ্ছ করে অন্যের হিতে আসেন তিনিই বন্ধু তিনিই মহৎ! সোনু সুদ যেন তা পরত পরতে প্রমাণ করছেন। একের পর এক বাসে পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর পরে, তিনি ট্রেনেও বহুজনের টিকিট কেটে দিয়ে তাঁদের ঘরে ফিরিয়ে দিয়েছেন। চার্টার্ড বিমানে এবার ১৭৩ জন পরিযায়ীকে তিনি দেরাদুনে ঘরে পাঠালেন। দেশের বিভিন্ন অংশে আটকে পড়া বহু পরিযায়ীকে নিয়ে আজ এই বিমান দেরাদুনের দিকে রওনা দেয়। এয়ার এশিয়ার এই বিমান মুম্বইয়ে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা হয়। এদিনও সোনু বিমানবন্দরে নিজে দাঁড়িয়ে ছেকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন। বিষয়, সম্পত্তি অনেকের কাছেই থাকতে পারে, কিন্তু কথায় বলে, মন যাঁর কাছে নেই সে সবচেয়ে বড় কাঙাল! আর সোনু সুদ যে বলিউডের রিয়েল হিরো তা প্রমাণ হয়ে গেল করোনার দুঃসময়ে।

শাস্ত্রে আছে, দুঃসময়ে যিনি নিজের জীবন তুচ্ছ করে অন্যের হিতে আসেন তিনিই 'বন্ধু' তিনিই মহৎ! সোনু সুদ যেন তা পরতে পরতে প্রমাণ করছেন। একের পর এক বাসে পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর পরে, তিনি ট্রেনেও বহুজনের টিকিট কেটে দিয়ে তাঁদের ঘরে ফিরিয়ে দিয়েছেন। চার্টার্ড বিমানে এবার ১৭৩ জন পরিযায়ীকে তিনি দেরাদুনে ঘরে পাঠালেন। দেশের বিভিন্ন অংশে আটকে পড়া বহু পরিযায়ীকে নিয়ে আজ এই বিমান দেরাদুনের দিকে রওনা দেয়। এয়ার এশিয়ার এই বিমান মুম্বইয়ে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা হয়। এদিনও সোনু বিমানবন্দরে নিজে দাঁড়িয়ে ছেকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন।

বিষয়, সম্পত্তি অনেকের কাছেই থাকতে পারে, কিন্তু কথায় বলে, মন যাঁর কাছে নেই সে সবচেয়ে বড় কাঙাল! আর সোনু সুদ যে বলিউডের 'রিয়েল হিরো' তা প্রমাণ হয়ে গেল করোনার দুঃসময়ে।

English summary
Another 173 Migrants sent home by sonu sood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X