For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

World University Ranking: ভারতের সেরা এই ১০ বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের কোন জায়গাতে দাঁড়িয়ে? রইল তালিকা

উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বে উচ্চশিক্ষার থিঙ্ক-ট্যাঙ্ক QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2023 QS Quacquarelli Symonds সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বিশ্বের সবচেয়ে বেশি পরামর্শপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্ক

  • |
Google Oneindia Bengali News

QS WORLD UNIVERSITY RANKINGS 2023: উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বে উচ্চশিক্ষার থিঙ্ক-ট্যাঙ্ক QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2023 QS Quacquarelli Symonds সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বিশ্বের সবচেয়ে বেশি পরামর্শপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের পোর্টফোলিও প্রকাশ করেছে।

আর সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)। টানা ১১ বছর ধরে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকাতে রয়ে গিয়েছে তারা।

২০০ এর মধ্যে ভালো একটি জায়গাতে রয়েছে।

২০০ এর মধ্যে ভালো একটি জায়গাতে রয়েছে।

গত বছরের মতোই প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতে কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয়কে রাখা হয়নি। তবেত তিন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০ এর মধ্যে ভালো একটি জায়গাতে রয়েছে। সেগুলি হল- IISc বেঙ্গালুরু (র‍্যাঙ্ক 155), আইআইটি বোম্বে (র‍্যাঙ্ক 172) এবং আইআইটি দিল্লি (র‍্যাঙ্ক 174)। টানা ছয় বছর ধরে এই র‍্যাংকিং ধরে রেখেছে এই বিশ্ববিদ্যালয়গুলি। তবে IIT বম্বে গত বছর ১১৭ র‍্যাংক থেকে এই বছর র‍্যাংকে ১৭২-এ এসেছে। তবে এই প্রতিবেদনে ভারতের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনা করা হল।

 র‍্যাঙ্কিং ২০২৩ একটি রিপোর্ট প্রকাশ করেছে।

র‍্যাঙ্কিং ২০২৩ একটি রিপোর্ট প্রকাশ করেছে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্ট অনুসার শীর্ষ ১০টি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা এই প্রতিবেদনে তুলে ধরা হল। সেগুলি হল-

1. Indian Institute of Science (IISc)
Rank: 186

2. Indian Institute of Technology Bombay (IITB)
Rank: 117

3. Indian Institute of Technology Delhi (IITD)
Rank: 185

4. Indian Institute of Technology Madras (IITM)
Rank: 255

5. Indian Institute of Technology Kanpur (IITK)
Rank: 277

6. Indian Institute of Technology Kharagpur (IIT-KGP)
Rank: 280

7. Indian Institute of Technology Roorkee (IITR)
Rank: 400

8. Indian Institute of Technology Guwahati (IITG)
Rank: 395

9. Indian Institute of Technology Indore (IIT-Indore)
Rank: 395

10. University of Delhi (DU)
Rank: 501-510

২৭টি ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং সংস্থান!

২৭টি ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং সংস্থান!

কেবল মাত্র ২৭টি ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং সংস্থান বিশ্বের সেরা ১০০০ টি বিশ্ববিদ্যালয়েr জায়গা করে নিয়েছে। যদিও এই তালিকাতে গত কয়েক বছরের তুলনায় ভালো একটা দিক দেখা গিয়েছে। ২০২২ সালের যে র‍্যাঙ্কের তালিকা সামনে এসেছিল সেখানে মাত্র ২০ টি ভারতীয় সংস্থা ছিল। ২০২১ সালের যে র‍্যাঙ্কের তালিকা সামনে আসে সেখানে জায়গা পায় ২১ টি তালিকা। ২০২০ সালে মাত্র ২৩ টি, ২০১৯ সালে ২৪ এবং ২০১৮ সালের র‍্যাঙ্কের হিসাবে মাত্র ২০টি সংস্থা জায়গা করে নেয়। ভারত থেকে যে ৪১টি প্রতিষ্ঠান জায়গা পায় সেখানে 11টি-ই আইআইটি। ভারতের শীর্ষ 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি হল IIT, একটি হল IISc ব্যাঙ্গালোর, এবং 10 তম অবস্থান হল দিল্লি বিশ্ববিদ্যালয়৷

English summary
World University Ranking 2023: know the world ranking of these top 10 universities of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X