For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

West Bengal PSC Recruitment: সরকারি দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি! বেতন প্রায় ১.৪৫ লক্ষ টাকা

West Bengal PSC Recruitment: সরকারি দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি! বেতন প্রায় ১.৪৫ লক্ষ টাকা

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ করা হবে কলকাতায়। আবেদন করতে হবে অনলাইনে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের জন্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এগজামিনেশন ২০২২-এর মাধ্যমে ২৫ জনকে নিয়োগ করবে। এর মধ্যে ১৩ টি পদ অসংরক্ষিত। চারটি তফশিলি জাতি, ১ টি তফশিলি উপজাতি, ওবিসি এ ২ টি এবং ওবিসি বি-র জন্য ১ টি পজ সংরক্ষিত। শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ১ টি পদ। এর মধ্যে আরও দুটি পদ আগে থেকে পূরণ না হওয়া শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে।

 বয়সসীমা ও বেতন

বয়সসীমা ও বেতন

২০২২-এর ১ জানুয়ারি অনুযায়ী, ৩৬ বছরের মধ্যে। তবে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় রয়েছে ৪৫ বছর পর্যন্ত।
বেতন রাজ্য সরকারি কর্মীদের লেভেল ১৬ অনুযায়ী ৫৬১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই কমার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে কেই যদি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া কিংবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া কিংবা কারও যদি ফিনান্সে এমবিএ কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে তবে তিনি আবেদন করতে পারবেন। তবে এব্যাপারে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://wbpsc.gov.in/Download?param1=Cur_20221203122429_Advt13-2022.pdf¶m2=advertisement

আবেদনের প্রক্রিয়া

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। https://wbpsc.gov.in/
২০২২-এর ১৪ ডিসেম্বর থেকে ২০২৩-এর ৪ জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। সংরক্ষিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য কোন ফি না দিতে হলেও সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসেবে ২১০ টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি

প্রিলিমিনারি পরীক্ষার পরে মেন পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্তর দেওয়া যাবে ইংরেজি কিংবা বাংলায়। শেষে থাকবে ইন্টারভিউ।

English summary
West Bengal PSC will recruit 25 people through audit and accounts service recruitment examination 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X