For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বভারতীর অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্বভারতীর অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বভারতীতের একাধিক অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন বিষয়ে কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত থাকা প্রয়োজন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বভারতীর অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শূন্যপদ : ২৯টি

কোন কোন শূন্যপদ (২০টি)
১) রেজিস্ট্রার, ২) ফিনান্স অফিসার, ৩) প্রিন্সিপাল (স্কুল লেভেল), ৪) ইন্টারনাল অডিট অফিসার, ৫) চিফ সিকিউরিটি অফিসার, ৬) এস্টেট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), ৭) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ওয়াটার ওয়ার্কস), ৮) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), ৯) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ওয়াটার ওয়ার্কস), ১০) অ্যাসিস্ট্যান্ট লিব্রারিয়ান, ১১) প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ১২) সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ১৩) সিস্টেম প্রোগ্রামার, ১৪) ডাটা এন্ট্রি অপারেটর, ১৪) কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি ইনস্পেক্টর, ১৫) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ১৬) সিকিউরিটি ইন্সপেক্টর (ওয়াচ অ্যান্ড ওয়ার্ড সেকসন), ১৭) ফিল্ড অর্গানইজার।

কারা আবেদন করতে পারবেন
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (বিশ্বভারতীর প্রকাশ করা বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ বিষয়টি লেখা রয়েছে)।

বয়সের সীমা
ক্রমিক ১ ও ২ : ৫৭ বছরের নিচে

ক্রমিক ৩ : ৩৫ থেকে ৫০ বছর

ক্রমিক ৪ : ৫৬ বছরের নিচে

ক্রমিক ৫ : ৫০ বছরের নিচে

ক্রমিক ৬ : ৫০ বছরের নিচে

ক্রমিক ৭ ও ৮ : ৪০ বছরের নিচে

ক্রমিক ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৭, ১৯, ২০ : ৩৫ বছরের নিচে

ক্রমিক ১৫, ১৬, ১৮ : ৩০ বছর

বেতন
ক্রমিক ১ ও ২ : লেভেল ১৪, বেসিক পে - প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা

ক্রমিক ৩, ৪, ৫ : লেভেল ১২, বেসিক পে - প্রতি মাসে ৭৮,৮০০ টাকা

ক্রমিক ১১ : লেভেল ১০, বেসিক পে - প্রতি মাসে ৫৭,৭০০ টাকা

ক্রমিক ৬, ৭, ৮, ১৪ : লেভেল ১০, বেসিক পে - প্রতি মাসে ৫৬,১০০ টাকা

ক্রমিক ৯, ১০, ১২ : লেভেল ৬, বেসিক পে - প্রতি মাসে ৩৫,৪০০ টাকা

ক্রমিক ১৩, ১৫, ১৭, ১৯, ২০ : বেসিক পে - প্রতি মাসে ২৯,২০০ টাকা

ক্রমিক ১৬, ১৮ : লেভেল ৪, বেসিক পে : প্রতি মাসে ২৫,৫০০ টাকা

পরীক্ষার ফি
পে লেভেল ১৪ : ২০০০ টাকা

পে লেভেল ১২ : ১৬০০ টাকা

পে লেভেল ১০ : ১২০০ টাকা

পে লেভেল ৬ : ১০০০ টাকা

লে লেভেল ৫, ৪ : ৫০০ টাকা

এসসি/এসটি প্রার্থীদের জন্য উক্ত মূল্যের ২৫ শতাংশ।

গুরুত্বপূর্ণ দিন
আবেদন জমা দেওয়া শুরু : ২৮/০১/২০২১

আবেদন জমা দেওয়ার শেষ দিন : ২৭/০২/২০২১

English summary
Visva Bharati publishes notification in search of non-teaching staffs for various department
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X