For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনীতির ডামাডোলেও হাজার হাজার কর্মী নিয়োগ এসবিআই-এ

দেশের সব থেকে বড় ঋণদানকারী সংস্থা এসবিআই প্রায় ২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে পরবর্তী ছয়মাস সময়ে। জুনিয়র থেকে মিড লেভেলের মধ্যে এই কর্মী নিয়োগ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশের সব থেকে বড় ঋণদানকারী সংস্থা এসবিআই প্রায় ২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে পরবর্তী ছয়মাস সময়ে। জুনিয়র থেকে মিড লেভেলের মধ্যে এই কর্মী নিয়োগ করা হবে। মূলত গ্রামীণ এলাকার শাখাগুলিতে এই নিয়োগ করা হবে। গ্রামের ভিত্তিকেই বাড়াতে চায় তারা। এই খবর প্রকাশিত হয়েছে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে।

এদিনও কলকাতায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত! রাজ্যে আক্রান্ত ছাড়াল ১৯ হাজার

গ্রামীণ শাখাগুলিতে গুরুত্ব

গ্রামীণ শাখাগুলিতে গুরুত্ব

সম্প্রতি এসবিআই মাইক্রো ফিনান্স ভার্টিকাল তৈরি করেছে। তার মাধ্যমে গ্রামীণ এলাকা এবং কৃষিকাজের ওপর অভিজ্ঞতা থাকাদের এই কাজে গুরুত্ব দেওয়া হবে। নতুন গঠিত মাইক্রো ফিনান্স ভার্টিকালে প্রায় ৪০০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

নিয়োগ সেলস ও কলসেন্টারগুলিতেও

নিয়োগ সেলস ও কলসেন্টারগুলিতেও

এছাড়াও নিয়োগ করা হবে, সেলস ও কলসেন্টারগুলিতে। এখানে প্রায় ১৫০০ লোক নিয়োগ করা হবে। ক্রেডিট কার্ডের ব্যবসাকেও বর্ধিত করা হবে বলে জানা গিয়েছে। দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ায় অনেক ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ডের ব্যবসা নিয়ে ভীত। পাশাপাশি বিভিন্ন শিল্পে নিয়োগও এখন অনিশ্চিত।

এসবিআই কার্ডের লক্ষ্য প্রত্যন্ত এলাকা

এসবিআই কার্ডের লক্ষ্য প্রত্যন্ত এলাকা

এসবিআই কার্ডের লক্ষ্য প্রত্যন্ত এলাকা। কেননা বেশির ভাগ বেসরকারি ব্যাঙ্কই ক্রেডিট কার্ডের মার্কেট করে নিয়েছে মেট্রোপলিটান শহরগুলিতে।

সম্ভাব্য মাইনে

সম্ভাব্য মাইনে

মিড লেভেল একজিকিউটিভ এবং জুনিয়র কর্মীদের গড় মাইনে হতে পারে মাসে ১৫ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে।

গতবছরে নিয়োগ

গতবছরে নিয়োগ

গতবছর এসবিআই প্রায় ২ হাজার অফিসার এবং ৮ হাজার করণিক নিয়োগ করেছিল। এঁদের সবাই এখনও কাজে যোগ দেয়নি।

English summary
SBI will be hiring about 2000 junior to mid level executives over next sin months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X