করোনা কালে এইমস হৃষিকেশে শতাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের ভয়াবহ আবহে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়ন্সেস বা এইমেস হৃষিকেশে শতাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা এবং আবেদনের পদ্ধতি নিয়েও বিজ্ঞপ্তিতে বিশেষ কথা বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৭০০
কোন কোন শূন্যপদ
১) সিনিয়র রেসিডেন্ট - ১০০
২) জুনিয়র রেসিডেন্ট - ২০০
৩) নার্সিং অফিসার (স্টাফ নার্স গ্রেড টু) - ৩০০
৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - ১০০
চাকরির মেয়াদ :
১) তিন মাসের চুক্তিতে এত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে।
২) দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য প্রার্থীরা এই ৫০০ বেডের হাসপাতালের শূন্যপদ পূরণ করতে পারেন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) সিনিয়র রেসিডেন্ট - পোস্ট গ্র্যাজুয়েট (অ্যালায়েড মেডিক্যাল)।
২) জুনিয়র রেসিডেন্ট - এমবিবিএস।
৩) নার্সিং অফিসার (স্টাফ নার্স গ্রেড টু) - বিএসসি নার্সিং/জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা।
৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে বিএসসি-র সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা/মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা সহ ৮ বছরের অভিজ্ঞতা।
প্রার্থী বাছাই পদ্ধতি
১) ওয়াক-ইন-ইন্টারভিউ
২) আগামী ৩১ মে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত হবে প্রার্থীদের সাক্ষাৎকার।
৩) ঠিকানা - In Office of Dean Academics, at AIIMS Rishikesh.
৪) আরও বিস্তারিত জানতে https://aiimsrishikesh.edu.in/images/userfiles/file/Applications%20are%20invited%20for%20short%20term%20assignment.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ুন।