For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ জুলাই দেশে আছড়ে পড়তে পারে তৃতীয় ওয়েভ, কী বলছে আইআইটি কানপুরের নয়া মডেল

১৫ জুলাই দেশে আছড়ে পড়তে পারে তৃতীয় ওয়েভ

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ওয়েভের জের এখনও কাটেনি আর তার মধ্যেই তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা কবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারতে ১৫ জুলাইয়ের মধ্যে কোভিড–১৯–এর তৃতীয় ওয়েভ আছড়ে পড়বে। পোস্ট অনুযায়ী, '‌আইআইটি কানপুর মডেল অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ভারতে তৃতীয় ওয়েভ আছড়ে পড়তে পারে। আপনারা আগেও দেখেছেন যে দেশে দ্বিতীয় ওয়েভ নিয়ে করা অনুমানও একেবারে সঠিক ছিল।’‌ এর সঙ্গে একটি গ্রাফও পোস্ট করা হয়েছে।

তৃতীয় ওয়েভের গ্রাফ

তৃতীয় ওয়েভের গ্রাফ

এই গ্রাফটি তৈরি করেছেন আইআইটি কানপুরের দু'‌জন অধ্যাপক, তবে এই দাবি সম্পূর্ণভাবে সঠিক নয়। এই গবেষণা করেছেন অধ্যাপক রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মা। তাঁরা দু'‌জনে তৃতীয় ওয়েভ ভারতে ১৫ জুলাই আছড়ে পড়ার তিনটি সম্ভাব্য দৃশ্য দেখিয়েছেন। তবে এই গবেষণায় টিকাদানের কার্যকারিতাকে বিবেচনা করা হয়নি।

তিনটি পরিস্থিতি

তিনটি পরিস্থিতি

এই গবেষণায় (‌https://www.iitk.ac.in/new/covid-19-outbreak-in-india)‌ তিনটি পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

 প্রথম পরিস্থিতি (‌স্বাভাবিক পরিস্থিতিতে আসা)‌

প্রথম পরিস্থিতি (‌স্বাভাবিক পরিস্থিতিতে আসা)‌

তৃতীয় ওয়েভ অক্টোবরে শীর্ষে পৌঁছাবে তবে তা দ্বিতীয় ওয়েভের শিখরের চেয়ে অনেক কম।

দ্বিতীয় পরিস্থিতি (‌ভাইরাস মিউটেশনের সঙ্গে স্বাভাবিকতা)‌

দ্বিতীয় পরিস্থিতি (‌ভাইরাস মিউটেশনের সঙ্গে স্বাভাবিকতা)‌

শিখরটি দ্বিতীয় ওয়েভের চেয়ে বেশি হতে পারে এবং তাড়াতাড়ি (সেপ্টেম্বর) দেখা দিতে পারে।

তৃতীয় পরিস্থিতি (‌কঠের হস্তক্ষেপ)‌

তৃতীয় পরিস্থিতি (‌কঠের হস্তক্ষেপ)‌

তৃতীয় ওয়েভের শিখরটি কঠোর সামাজিক দূরত্বের সঙ্গে অক্টোবরের শেষের দিকে দেরি হতে পারে।

 তৃতীয় ওয়েভের শিখর অতটা মারাত্মক হবে না

তৃতীয় ওয়েভের শিখর অতটা মারাত্মক হবে না

দ্বিতীয় ওয়েভের শিখরের তুলনায় তৃতীয় ওয়েভের শিখর নিম্নগামী হবে। তবে তৃতীয় ওয়েভ নিয়ে নীতি নির্ধারক ও জনগণের মধ্যে উদ্বেগ র‌য়েছে। গবেষণায় এও বলা হয়েছে, '‌একইভাবে স্যার (‌এসআইআর)‌ মডেলের মাধ্যমে দ্বিতীয় ওয়েভের মহামারির প্যারামিটার ব্যবহার করে সম্ভাব্য তৃতীয় ওয়েভের পরিস্থিতি নির্মাণ করেছি। আমরা মনে করছি ১৫ জুলাই থেকে দেশে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হবে।'‌

Fact Check

দাবি

IIT Kanpur research has predicted that third wave of COVID-19 will hit India by July 15

সিদ্ধান্ত

The IIT Kanpur paper speaks about likely scenarios based on the assumption that India will be fully unlocked from July 15. Further, the vaccination was not taken into account.

রেটিং

Half True
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
iit kanpur prediction the third wave may hit the country on july 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X