For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্র আদানি গোষ্ঠীর কাছে বিক্রি করে দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে, জেনে নিন আসল সত্য

কেন্দ্র আদানি গোষ্ঠীর কাছে বিক্রি করে দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে, জেনে নিন আসল সত্য

Google Oneindia Bengali News

রেলের পর এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে কেন্দ্রে থাকা বিজেপি শাসিত সরকার গৌতম আদানির কাছে বিক্রি করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি ঘুরে বেড়াচ্ছে। এর আগেও ভারতীয় রেল নিয়ে একই ধরনের দাবি করা হয়েছিল।

কেন্দ্র আদানি গোষ্ঠীর কাছে বিক্রি করে দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে, জেনে নিন আসল সত্য

এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি গ্যাস স্টেশনে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল–আদানি গ্রুপ। ক্যাপশনে লেখা, ইন্ডিয়ান অয়েল বিক্রি হয়ে গিয়েছে। না এই দাবি মোটেও সত্য নয়, বরং ভুয়ো দাবি, যা ভাইরাল হয়েছে ইন্টারনেটে। প্রদর্শিত চিত্রটি ইন্ডিয়ান অয়েল–আদানি গ্যাস প্রাইভেট লিমিটেডের। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং আদানি গ্যাস লিমিটেডের একটি যৌথ উদ্যোগ সংস্থা। এ সংক্রান্ত অন্যান্য খবরগুলিও খতিয়ে দেখা হয়। যেখানে এরকম কোনও খবরই নেই যে কোনও ব্যক্তিগত সংস্থাকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিক্রি করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকেও কোনও ঘোষণা করা হয়নি। এমনকী অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণেও এ ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

২০১৩ সালের ৪ অক্টোবর ইন্ডিয়ান অয়েল–আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড যৌথভাবে সংযুক্ত হয়। সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে ছিল। এই উদ্যোগটি হল শহরে গ্যাস বিতরণ করার ব্যবসার সঙ্গে জড়িত। ২০১৩ সালে আদানি গ্যাস লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে একটি কৌশলগত ৫০–৫০ যৌথ উদ্যোগে প্রবেশ করেছিল এবং ২০১৯ সালের ব্যালেন্সশিট অনুসারে উভয়ের মধ্যে ৫০–৫০ ইক্যুইটি শেয়ার বিতরণ করা হয়েছিল।

অধীরের জোরালো তোপের নিশানায় বঙ্গ বিজেপি ও টলিউড যোগ! 'পরগাছা' প্রসঙ্গ তুলে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ অধীরের জোরালো তোপের নিশানায় বঙ্গ বিজেপি ও টলিউড যোগ! 'পরগাছা' প্রসঙ্গ তুলে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ

Fact Check

দাবি

Indian Oil Corporation sold to Adani Group by BJP government at Centre

সিদ্ধান্ত

The Indian Oil-Adani Gas Private Ltd (IOAGPL) was incorporated on October 4 2013

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
govt has not sold indian oil corporation to adani group
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X