For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের দিকের প্যাঙ্গং লেকে চিনা পর্যটক, ভুয়ো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের দিকের প্যাঙ্গং লেকে চিনা পর্যটক

Google Oneindia Bengali News

ভারত–চিন অশান্তির মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হল। ওই ভিডিওতে দাবি করা হয়েছে যে লাদাখের প্যাঙ্গং লেকে ঘুরে বেড়াচ্ছেন এক চিনা পর্যটক। কংগ্রেস নেতা সলমন নিজামি ওই একই ভিডিও শেয়ার করে টুইটারে লিখেছেন, '‌চিনা পর্যটক লাদাখের প্যাঙ্গং লেকে। এবার কেউ ৫৬ ইঞ্চি চওড়া চৌকিদারকে জিজ্ঞাসাকরবেন যে প্যাঙ্গং লেকে ঘুরতে গেলে ভারতীয়দের ভিসার প্রয়োজন রয়েছে কিনা?‌’

ভারতের দিকের প্যাঙ্গং লেকে চিনা পর্যটক, ভুয়ো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


কংগ্রেস নেতা ছাড়াও অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর ওপর ভিত্তি করে জানিয়েছেন যে চিনা পর্যটককে প্যাঙ্গং লেকে দেখা গিয়েছে। তবে সকলকে অবহিত করার জন্য জানিয়ে রাখা দরকার এই ভিডিওর দাবি একেবারেই ভিত্তিহীন। ভারত ও চিন দু’‌পক্ষই এই লেক ব্যবহার করতে পারে। এই লেকের মাধ্যমেই জাতীয় সীমান্ত কাটা হয়েছে এবং যা দু’‌টি ভাগে বিভক্ত। ১৩৫ কিমি লম্বা এই হ্রদের ৪৫ কিমি অঞ্চল ভারতের অধীনে রয়েছে এবং বাকিটা চিনের নিয়ন্ত্রণে।

সম্প্রতি চিনের পক্ষ থেকে আন্তর্জাতিক ও আভ্যন্তরিন পর্যটকদের জন্য এই প্যাঙ্গং লেক খুলে দেওয়া হয়েছে। চিনের এক সাংবাদিক টুইট করে এ বিষয়ে জানান, '‌আসলে চিনের দিকের প্যাঙ্গং লেক দেশের নিজস্ব ও বিদেশি পর্যটকদের জন্য অনেক আগেই খুলে দেওয়া হয়েছে। এই লেকটি চিনের জাতীয় সড়কের কাছে এবং একা কেউ যদি গাড়ি চালিয়ে আসেন তবে তাঁর তাঁর জন্য এটা দারুণ জায়গা। লেকের কাছেই রিসর্ট রয়েছে।’‌

অতএব এটা বোঝাই যাচ্ছে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা চিনের দিকের প্যাঙ্গং লেকে চিনা পর্যটকদের আনাগোনা নিয়ে। ভিডিওতে যে দাবি করা হয়েছিল ভারতের পক্ষের লেকে চিনা পর্যটক ঘুরে বেড়াচ্ছে তা ভুয়ো ও ভিত্তিহীন দাবি। ‌

অর্থনীতির কোমর ভেঙেছে মোদীর লকডাউন, তৃতীয় বড় ধাক্কা অসংগঠিত ক্ষেত্রে, টুইট বোমা রাহুলেরঅর্থনীতির কোমর ভেঙেছে মোদীর লকডাউন, তৃতীয় বড় ধাক্কা অসংগঠিত ক্ষেত্রে, টুইট বোমা রাহুলের

Fact Check

দাবি

Chinese tourists at Pangong Lake on Indian side

সিদ্ধান্ত

Video of Chinese tourists has been shot on China’s side of the lake

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X