For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪,৪৪৭ কোটি টাকায় Blinkit কেনাতে Zomato-এর বোর্ডের সবুজ সঙ্কেত

এবার এই ফুড ডেলিভারি সংস্থাই অনলাইন Grocery সংস্থা Blinkit কিনতে চলেছে। আজ শুক্রবার Zomato'র বোর্ড এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে। দুই সংস্থার মধ্যে এই ডিল ৫৬৮.১৬ মিলিয়ন ডলার অর্থাৎ ৪,৪৪৭.৪৮ কোটি টাকা'র হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের অন্যতম বড় অনলাইন ফুড ডেলিভারী সংস্থা জোম্যাটো। এবার এই ফুড ডেলিভারি সংস্থাই অনলাইন Grocery সংস্থা Blinkit কিনতে চলেছে। আজ শুক্রবার Zomato'র বোর্ড এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে। দুই সংস্থার মধ্যে এই ডিল ৫৬৮.১৬ মিলিয়ন ডলার অর্থাৎ ৪,৪৪৭.৪৮ কোটি টাকা'র হতে চলেছে।

Blinkit কেনাতে Zomato-এর বোর্ডের সবুজ সঙ্কেত

আগে Grofers-এর নামে এই সংস্থা'র পরিচিত ছিল। গত কয়েকমাস আগেই নাম পরিবর্তন হয়। আর তা হয়ে হয় Blinkit।

বোর্ডের সদস্যরা এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে-

শুক্রবার শেয়ারবাজারে পাঠানো তথ্যে Zomato জানিয়েছে, শেয়ার বিনিময়ের আওতায় এই চুক্তি করা হবে। আজ শুক্রবার বোর্ডের সদস্যরা একটি বৈঠকে বসেন। আর সেই বৈঠকে Blinkit কমার্সের শেয়ারহোল্ডারদের কাছ থেকে প্রতি ইক্যুইটি শেয়ার 13.45 লাখ টাকা মূল্যে 33,018টি শেয়ার অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। আর দুই সংস্থার মধ্যে হওয়া এই চুক্তি ভারতীয় অঙ্কে 4,447.48 টাকা বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

চুক্তির অধীনে, Zomato এর 1 টাকা অভিহিত মূল্যের 62.85 কোটি সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ার প্রতি ইক্যুইটি 70.76 টাকা মূল্যে ইস্যু করা হবে। দেশের অন্যতম জনপ্রিয় এই অনলাইন ফুড অ্যাপের দাবি, এই চুক্তি সংস্থাকে আরও বড় করে তুলবে। বলে রাখা প্রয়োজন, করোনা'র পর অনলাইন Grocery কিংবা খাবার অর্ডার দেওয়ার অভ্যাস মানুষের মধ্যে বেড়ে গিয়েছে।

এই অবস্থায় ইতিমধ্যে সুইগি জিনি নিয়ে এসেছে। যেখানে রেশন সহ সমস্ত কিছুই পাওয়া যায়। এবার সে পথেই হাঁটতে চলেছে জোম্যাটো।

জ্যোমেটো'র সিইও দিপীন্দর গোয়েল, আমরা দেখছি ভারত সহ গোটা বিশ্বে এই সেগমেন্ট ব্যাপক ভাবে বাড়ছে। গ্রাহক গ্রোসারি সহ অন্যান্য জিনিস চোখের পলকে পেতে অভ্যাস হয়ে গিয়েছে। এবং তাদের অভ্যাসও হয়ে গিয়েছে। সবদিক ভেবেই এই চুক্তি বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যে Blinkit-এর গত তিন বছরের টার্নওভারে'র তথ্য সামনে এসেছে। ২০২০ সালে এই সংস্থার বছরে টার্নওভার ১৬৫ কোটি টাকা। ২০২১ সালে ২০০ কোটি এবং ২০২২ এখনও পর্যন্ত ২৬৩ কোটি টাকার ব্যাবসা Blinkit করে ফেলেছে বলেই দাবি করা হয়েছে তথ্য। চুক্তি'র তথ্য অনুযায়ী Blinkit-এর সবথেকে বড় শেয়ার হোল্ডার জোম্যাটো'র ২১ দশমিক ৭১ কোটি'র শেয়ার হবে।

English summary
Zomato to acquire blink it for 4447, board approves the deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X