For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

sukanya samriddhi-তে বড় বদল! দুই নয়, এবার তিন মেয়ের জন্যেও মিলবে সুবিধা

দেশের বেটি-কন্যাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দিল্লির মোদী সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা (sukanya samriddhi yojana) নিয়ে এসেছে। অসাধারন একটি যোজনা এটি। বেটি কিংবা কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশের বেটি-কন্যাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দিল্লির মোদী সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা (sukanya samriddhi yojana) নিয়ে এসেছে। অসাধারন একটি যোজনা এটি। বেটি কিংবা কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। প্রত্যেক বছর এই অ্যাকাউন্টে টাকা রাখলে ভবিষ্যতে মোটা অঙ্কের লাভ পাওয়া যায়।

যার ফলে কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এমনকি উচ্চ শিক্ষা কিংবা বিয়ের টাকাও এতে সুবিধা পাওয়া যায়। ব্যাঙ্কে থাকা এফডি'র থেকে এতে বেশি লাভ পাওয়া যায়। এটি একটি Small Saving Scheme।

এফডি'র থেকে বেশি রিটার্ন দেওয়া হয়-

এফডি'র থেকে বেশি রিটার্ন দেওয়া হয়-

সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে, বিনিয়োগকারীরা 7.6 শতাংশ রিটার্ন পান, যা বেশিরভাগ ব্যাঙ্কের FD-এর থেকে ভাল। বেশিরভাগ ব্যাঙ্ক দীর্ঘমেয়াদী এফডি-তে 6 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এমন পরিস্থিতিতে এমন যোজনার মাধ্যমে বিনিয়োগ করে ছোট্ট মেয়ে এবং শিশুর ২১ বছর বয়সে আপনি 65 লক্ষ টাকা পর্যন্ত তহবিল সংগ্রহ করতে পারেন। মোদী সরকারের এই যোজনা প্রত্যেক শ্রেণির মানুষ সুবিধা পাবেন। ইতিমধ্যে এই যোজনাতে বহু শিশু-মেয়ে উপকৃত হয়ে থাকে। তবে আরও যাতে বেশি করে মানুষ উপকৃত হয় সেই লক্ষ্যে এই যোজনাতে বেশ কিছু রদবদল করা হয়েছে।

এখন আপনি তিন মেয়ের জন্য বিনিয়োগ করতে পারবেন

এখন আপনি তিন মেয়ের জন্য বিনিয়োগ করতে পারবেন

সরকার Sukanya Samriddhi Yojana-তে বড়সড় বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। এজন্যে যোজনাতে বড়সড় বদল আনা হয়েছে। এখন থেকে বাবা-মা'রা তাঁদের তিন মেয়ের জন্য এই সুবিধার লাভ নিতে পারবেন। আগের নিয়ম অনুসারে, এই যোজনার মাধ্যমে বাব-মা'রা সুবিধা শুধু আগে দুই মেয়ের জন্যেই পেতেন। এবার থেকে সেই নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে। আর নয়া নিয়ম অনুসারে এই স্কিমে তিন মেয়ের জন্যেই সুবধা পাবেন। আপনার যদি দ্বিতীয়বার দুটি যমজ কন্যা থাকে, তবে আপনি তৃতীয় কন্যার নামেও এই প্রকল্পের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।

করে ছাড় দেওয়া হয়-

করে ছাড় দেওয়া হয়-

এই যোজনাতে যদি বিনিয়োগ করা হয় তাহলে আয়করে 80C-তে Income Tax Rebate দেওয়া হয়। আগে বাবা-মা শুধুমাত্র দুই মেয়ের বিনিয়োগে 1.5 লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারতেন। এখন থেকে তৃতীয় মেয়ের নামেও এই যোজনার মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের অধীনে, আপনি একটি আর্থিক বছরে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন৷

ডিফল্ট অ্যাকাউন্টেও সুদ পাওয়া যাবে

ডিফল্ট অ্যাকাউন্টেও সুদ পাওয়া যাবে

যারা এক বছরে এই স্কিমে কমপক্ষে 250 টাকাও বিনিয়োগ করতে পারছেন না তাদের অ্যাকাউন্টগুলিকে ডিফল্ট হিসাবে ধরে নেওয়া হয়। আগে এমন অ্যাকাউন্টগুলিতে সুদ দেওয়া হত না। কিন্তু বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছে। আর এই নিয়ম বদলের ফলে সুদ এখন থেকে এই সমস্ত অ্যাকাউন্টেও পড়ে। মানুষ এতে সুবিধা পাবভেন।

অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মে পরিবর্তন

অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মে পরিবর্তন

এই প্রকল্পের সুবিধা পাবেন এমন মেয়ে কিংবা শিশু'র হঠাআত কিছু ঘটলে কিংবা মৃত্যু হলে অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই নিয়মেও রদবদল করা হয়েছে। যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার প্রাণঘাতী অসুস্থতায় ভোগেন, তাহলে তিনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। একই সময়ে, আপনি বাবা-মায়ের মৃত্যুর ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধাও পাবেন। আরও বিস্তারিত জানতে স্থানীয় কোনও ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানুন।

Railway Recruitment 2022: বিনা পরীক্ষা দিয়েই চাকরি পান ভারতীয় রেলে, জানুন কীভাবে Railway Recruitment 2022: বিনা পরীক্ষা দিয়েই চাকরি পান ভারতীয় রেলে, জানুন কীভাবে

English summary
three daughters now can get benefit in sukanya samriddhi yojana, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X