For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SBI Platinum Deposit: ১৪ সেপ্টেম্বরের মধ্যে এইসব আমানতগুলিতে বাম্পার সুদের সুবিধা

দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (sbi)-এর তরফে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ স্কিম চালু করেছে। বলা যেতে পারে বিশেষ আমানত প্রকল্প শুরু করেছে। ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, এসবিআই-এর প্ল্য

  • |
Google Oneindia Bengali News

দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (sbi)-এর তরফে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ স্কিম চালু করেছে। বলা যেতে পারে বিশেষ আমানত প্রকল্প শুরু করেছে। ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, এসবিআই-এর প্ল্যাটিনাম ডিপোজিট স্কিম (platinum deposit scheme) একটি বিশেষ আমানত স্কিম, যা সীমিত সময়ের জন্য। বেশি সুদ পেতে গেলে ১৪ সেপ্টেম্বরের আগে টাকা জমা দিতে হবে।

ব্যাঙ্কের টুইটে তথ্য

ব্যাঙ্কের টুইটে তথ্য

এসবিআই-এর তরফে বলা হয়েছে, প্ল্যাটিনাম আমানতের সঙ্গে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উৎযাপনের সময় এসেছে। এসবিআই-এর সঙ্গে মেয়াদি আমানত এবং বিশেষ মেয়াদি আমানতের সুবিধা পান। এই সুবিধা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশেষ আমানত (special deposit scheme) প্রকল্পের বৈশিষ্ট্য

বিশেষ আমানত (special deposit scheme) প্রকল্পের বৈশিষ্ট্য

১) এই স্কিমে গ্রাহকরাী ৭৫, ৫২৫ এবং ২২৫০ দিনের জন্য টাকা ফিক্সড করতে পারবেন।
২) এর সঙ্গে এআরই এবং এনআরও মেয়াদি আমানত-সহ ডোমেস্টিক রিটেল চার্ম ডিপোজিটের (২ কোটির নিচে) সুবিধা নিতে পারবেন।
৩) এর অধীনে নতুন কিংবা রিনুয়াল ডিপোজিটও করা যেতে পারে।
৪) এর বাইরেও আছে শুধু মেয়াদি আমানত এবং বিশেষ মেয়াদি আমানত প্রকল্প।
৫) এনআরই আমানত শুধুমাত্র ৫২৫ এবং ২২৫০ দিনের জন্য।

 প্ল্যাটিনাম ডিপোজিটে (platinum deposit) সুদের হার

প্ল্যাটিনাম ডিপোজিটে (platinum deposit) সুদের হার

  • সাধারণ গ্রাহকদের জন্য ৭৫ দিনে সুদের হার ৩.৯৫%, ৫২৫ দিনের সুদের হার ৫.১০%, ২২৫০ দিনের সুদের হার ৫.৫৫%।
  • বয়স্ক নাগরিকদের জন্য ৭৫ দিনে সুদের হার ৪.৪৫ %, ৫২৫ দিনের সুদের হার ৫.৬০%, ২২৫০ দিনের সুদের হার ৬.২০ %।
  • টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদ দেওয়া হবে মাসিক এবং ত্রৈমাসিক ভিত্তিতে। স্পেশাল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ম্যাচিওর হওয়ার পরে এবং সুদ-সহ পুরো টাকাটাই চলে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে।
এসবিআই (sbi) -এ সুদের হার

এসবিআই (sbi) -এ সুদের হার

এসবিআই-এর ফিক্সড ডিপোজিটে সাধারণ ভাবে ৭ দিন থেকে ১- বছরের মধ্যে সুদের হার ২.৯% থেকে ৫.৪%, সাধারণ গ্রাহকদের জন্য। তবে বয়স্ক নাগরিকদের জন্য এই সুদের হার ৫০ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৫০% বেশি।
এছাড়াও বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট যদি ৫ বছর কিংবা তার বেশি সময়ের জন্য হয়, তাহলে ৩০ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৩০% সুদ বেশি পাওয়া যায়। এক্ষেত্রে যদি কোনও বয়স্ক নাগরিক স্পেশাল এফডি স্কিমে টাকা রাখেন তাহলে সুদের হার দাঁড়াবে ৬.২০%। নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে খোঁজ নিতে পারেন পরবর্তী পদক্ষেপের জন্য।

দেশে নতুন নতুন এলাকায় তাপপ্রবাহ, কতটা ঝুঁকির মুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষদেশে নতুন নতুন এলাকায় তাপপ্রবাহ, কতটা ঝুঁকির মুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষ

English summary
SBI's special deposit scheme named Platinum Deposit Scheme gives more interest as it gives more interest to senior citizen's also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X