For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলাচ্ছে ক্রেডিট-ডেবিট কার্ডের নিয়ম! স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে অবশ্যই পড়ুন

হাতে আর মাত্র কয়েকটা দিন! আগামী ১লা অক্টোবর থেকে ক্রেডিট এবং ডেবিট কার্ড সিস্টেমে বদল আসবে। আর সেই সংক্রান্ত গ্রাউড লেভেল কাজ কার্যত সেরে ফেলেছে ক্রেডিট কার্ড প্রদানকারী SBI কার্ড এবং পেমেন্ট সার্ভিসেস টোকেন সিস্টেম। মূল

  • |
Google Oneindia Bengali News

হাতে আর মাত্র কয়েকটা দিন! আগামী ১লা অক্টোবর থেকে ক্রেডিট এবং ডেবিট কার্ড সিস্টেমে বদল আসবে। আর সেই সংক্রান্ত গ্রাউড লেভেল কাজ কার্যত সেরে ফেলেছে ক্রেডিট কার্ড প্রদানকারী SBI কার্ড এবং পেমেন্ট সার্ভিসেস টোকেন সিস্টেম। মূলত জালিয়াতি থেকে মানুষকে বাঁচাতেই নয়া এই সিস্টেম আনতে চলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

নয়া এই ব্যবস্থাতে কার্ডের আসল বিবরণের পরিবর্তে কোড নম্বর অর্থাৎ টোকেন নম্বর ব্যবহার করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে এই ব্যবস্থা সর্বস্তরে সুরক্ষত হবে।

নিরাপদ রাখতে এটি একটি ভালো উদ্যোগ।

নিরাপদ রাখতে এটি একটি ভালো উদ্যোগ।

তবে নয়া এই ব্ব্যস্থা এখনও স্পষ্ট নয়। এসবিআই কার্ডের অন্যতম কর্তা রাম মোহন রাও অমরা এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর দাবি, স্টেট ব্যাঙ্ক এই বিষয়ে একেবারে প্রস্তুত। প্রযুক্তিগত দিক থেকে ইতিমধ্যে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে বলেও দাবি রাম মোহন রাওয়ের। এমনকি ভিসা, মাস্টারকার্ড এবং রূপের মতো সমস্ত নেটওয়ার্কের সনবগে ইউনিফিকেশন সহ সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে বলে দাবি এসবিআই কার্ডের অন্যতম এই কর্তার। অন্যদিকে কার্ড টোকেনাজেশনের বিষয়ে রাও জানিয়েছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ডেটা নিরাপদ রাখতে এটি একটি ভালো উদ্যোগ।

আগামী ১লা অক্টোবর থেকে নয়া ব্যবস্থা-

আগামী ১লা অক্টোবর থেকে নয়া ব্যবস্থা-

নয়া এই টোকেন ব্যবস্থা আগেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক আরও তিনমাস সময় চেয়ে নেন। আর সেই মতো বাড়িতে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। সমস্ত পরামর্শ বিবেচনা করে RBI এই পদক্ষেপ নিয়েছে। রাম মোহন রাও জানাচ্চেন, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা বড় অংশের খরচ হয়ে থাকে। তাদের আগে থেকেই টোকেন দেওয়ার কাজ শুরু হয়েছে। ছোট ব্যবস্থায়ীদের ক্ষেত্রে এই বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে।

দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যে নয়া ক্রেডিট কার্ড আনতে চলেছে এই ব্যাঙ্ক। নয়া কার্ডে বিশেষ ভাবে ক্যাশব্যাকের অপশন থাকবে। তবে খরচের বিষয়ে অন্যতম কর্তা রাম মোহন রাও জানিয়েছেন, গত পাঁচ মাসের পরিসংখ্যান বেশ ভালো। তবে ভেবে চিনতে খরচ করা উচিৎ বলে দাবি কর্তার।

টোকেনাজেশনের সিস্টম অনেক বেশি নিরাপদ

টোকেনাজেশনের সিস্টম অনেক বেশি নিরাপদ

রিজার্ভ ব্যাঙ্ক বলছে নয়া এই পদ্ধতি সবদিক থেকে সুরক্ষিত। এমনকি ব্যক্তিগত কার্ডের তথ্য ফাঁস হওয়া থেকেও রক্ষা পাওয়া যাবে বলে দাবি রিজার্ভ ব্যাঙ্কের। টোকেনাইজেশনের পরে, কার্ডের তথ্য শুধুমাত্র সেই কোম্পানির নেটওয়ার্কে সংরক্ষণ করা যেতে পারে যে কিংবা যারা এটি জারি করেছে। যে সমস্ত মার্চেন্টের কাছে গ্রাহকদের ডেটার তথ্য রয়েছে তা ডিলিট করতে হবে। ফলে ব্যক্তিগত ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। টোকেনাইজেশন সিস্টেম বিনামূল্যে হবে। কেউ ইচ্ছা করলে করতেও পারেন আবার নাও করতে পারেন।

English summary
Rule of Debit and credit card to be changed from 1st October, what SBI says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X