For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দাবিহীন' টার্ম ডিপোজিটেও এবার আকর্যণীয় সুদ, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

  • |
Google Oneindia Bengali News

ঝুঁকি বিহীন বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের (fixed deposit) জুড়ি মেলা ভার। এটা একটা নিরাপদ বিনিয়োগও বটে। এই প্রক্রিয়া নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে সময় থাকে ৭ দিন থেকে ১০ বছরের মতো। এর ফলে অনেকেই স্বল্পকালীন, মধ্যমকালীন কিংবা দীর্ঘ মেয়াদী ভিত্তিতে ফিক্সড ডিপোজিটকেই বেছে নেন। এটাকে অনেকে টার্ম ডিপোজিটও (term deposit) বলেন। বিনিয়োগকারীদের সুরক্ষায় রয়েছে আরবিআই (rbi)-এর বিভিন্ন পদক্ষেপও।

নির্দিষ্ট সময়কালে টাকা তোলা যায় না

নির্দিষ্ট সময়কালে টাকা তোলা যায় না

ফিক্সড ডিপোজিট কিংবা টার্ম ডিপোজিটের যে সময়কালের জন্য করা হয়, সেই সময়কালের মধ্যে তা ভাঙানো যায় না। ভাঙাতে গেলে ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারী। কিন্তু যদি সময় শেষের পরেও তা তোলা না হয়, তা ব্যাঙ্কগুলির কাছে দাবিহীন হিসেবেই পড়ে থাকে।

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যদি কোনও টার্ম ডিপোজিট ম্যাচিওর হয়ে যায়, আর তা যদি দাবিহীন হয়ে পড়ে থাকে, তাবে সেক্ষেত্রেও সুদ দেওয়া হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যদি কোনও টার্ম ডিপোজিট ম্যাচিওর হয়ে গিয়ে থাকে এবং তা দাবিহীন হয়ে পড়ে থাকে, সেক্ষত্রে সেভিংস অ্যাকাউন্টের মতোই সুদ দেওয়া হবে।

সব ব্যাঙ্কের ক্ষেত্রেই নতুন আইন কার্যকর করা হবে

সব ব্যাঙ্কের ক্ষেত্রেই নতুন আইন কার্যকর করা হবে

রিজার্ভ ব্যাঙ্কের এই নয়া নির্দেশিকা সবকটি বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক, স্থানীয় ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

১০ বছর দাবি না করা হলে তা দাবিহীন

১০ বছর দাবি না করা হলে তা দাবিহীন

আরবিআই-এর নিয়ম অনুসারে যদি কোনও টাকা কিংবা কোনও অ্যাকাউন্টে লেনদেন ১০ বছর কিংবা তার বেশি সময় না করা হয়, তাহলে সেই ডিপোজিটতে দাবিহীন বলে গণ্য করা হয়। সেই তালিকায় যেমন রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট, তেমনই রয়েছে সেভিংস অ্যাকাউন্টও। এছাড়াও সেই তালিকায় রয়েছে ফিক্সড ডিপোজিট এবং ব্যাঙ্কের অন্য ডিপোজিট এমন কী রেকারিং ডিপোজিটও । সময়ের নিরিখে প্রতিমাসেই এই ধরনের দাবিহীন ডিপোজিট রিজার্ভ ব্যাঙ্কের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে চলে যায়।

ফ্রান্সে তদন্ত শুরু হতেই এদেশেও রাফালে নিয়ে নড়াচড়া, ফের জেপিসির দাবিতে সরব কংগ্রেসফ্রান্সে তদন্ত শুরু হতেই এদেশেও রাফালে নিয়ে নড়াচড়া, ফের জেপিসির দাবিতে সরব কংগ্রেস

English summary
RBI announces interest on Unclaimed amount of term deposit even after maturity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X