For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারীর পরিবর্তন! নিয়মের অদল-বদলে ট্রাই-এর সিলমোহর

এবার মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনের ক্ষেত্রে নিয়মও পরিবর্তন করা হল। পদ্ধতিকে দ্রুতগতি করতে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাই। তার পরেই এই পরিবর্তন।

  • |
Google Oneindia Bengali News

এবার মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনের ক্ষেত্রে নিয়মও পরিবর্তন করা হল। পদ্ধতিকে দ্রুতগতি করতে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাই। তার পরেই এই পরিবর্তন। এখন থেকে একই সার্কেলের মধ্যে হলে দুদিন এবং অন্য সার্কেলে হলে পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনে ৪ দিন সময় লাগবে।

মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারীর পরিবর্তন! নিয়মের অদল-বদলে ট্রাই-এর সিলমোহর

ট্রাই-এর তরফে ইউনিক পোর্টিং কোড পরিবর্তনের সময়কাল ১৫ দিন থেকে কমিয়ে ৪ দিন করা হয়েছে। তবে এর বাইরে রাখা হয়েছে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর পূর্ব। পোর্টিং-এর জন্য অনুরোধ প্রত্যাহারের পদ্ধতিও সহজ করা হয়েছে।

টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি (সেভেন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশন ২০১৮-এই পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে , পোর্টিং পদ্ধতিতে দ্রুতগতির এবং সুবিধাজনক করতে আগেকার পদ্ধতিতে বদল আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোর্টিং-এর জন্য সময়সীমা একই সার্কেলের ক্ষেত্রে ২ টি কাজের দিন। অন্য সার্কেলের ক্ষেত্রে ৪ টি কাজের দিন ধার্য করা হয়েছে।

কর্পোরেট পোর্টিং-এর ক্ষেত্রে আগে একটি চিঠিতে ৫০ টি নম্বর দিয়ে পরিবর্তন করা যেত। নতুন নিয়মে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।

English summary
Mobile number portability rules changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X