For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

DA Hike: সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে! কবে ঘোষণা, কবে থেকেই বা বাড়তে পারে

DA Hike: সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে! কবে ঘোষণা, কবে থেকেই বা বাড়তে পারে

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং পেনশনভোগীদের (Pensioners) জন্য মহার্ঘভাতা বাড়াতে চলেছে মোদী সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথমের দিকে
তা ঘোষণা করা হতে পারে এবং কার্যকর হবে ১ জুলাই (July) থেকে। এবার মহার্ঘভাতা বাড়ানো হতে পারে ৫%-এর মতো। সরকারি কর্মীদের মহার্ঘভাতাকে বলা হয় ডিএ আর পেনশনভোগীদের জন্য তা ডিয়ারনেস রিলিফ নামে পরিচিত।

জানুয়ারি ও জুলাইয়ে সংশোধিত হয়

জানুয়ারি ও জুলাইয়ে সংশোধিত হয়

সাধারণ ভাবে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ ঘোষণা করা হয় জানুয়ারি ও জুলাইয়ে। বলা যেতে পারে, আগেরটির সংশোধন করা হয়। এই ডিএ এবং ডিআর হল বেতন ও পেনশনের অংশ
যা কর্মী ও পেনশনভোগীদের দেওয়া হয়।

কেন্দ্রের ঘোষণা স্বস্তি আনবে

কেন্দ্রের ঘোষণা স্বস্তি আনবে

আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। তার মধ্যে এই ডিএ আর ডিআর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রেণির কর্মী ও পেনশনভোগীদের জন্য স্বস্তি আনবে।
শ্রমমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, জুলাইয়ে নেওয়া মোদী সরকারের সিদ্ধান্ত থেকে ১.১৫ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি ডিএ আর ডিআর সংশোধন করলে তা বিভিন্ন রাজ্য সরকার অনুসরণ করে থাকে।তবে পশ্চিমবঙ্গের মতো বেশ কিছু ব্যতিক্রমও রয়েছে।

অতিরিক্ত অর্থ ব্যয় মেটাতে সাহায্য করবে

অতিরিক্ত অর্থ ব্যয় মেটাতে সাহায্য করবে

সাধারণভাবে সরকার মনে করে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তা ব্যয় মেটাতে সাহায্য করবে। কেননা দেশে মহামারী পরবর্তী সময়ে একদিকে যেমন ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে, অন্যদিকে মূল্যবৃদ্ধিতেও জেরবার তারা।

গত ১ বছরে যেভাবে ডিএ বৃদ্ধি

গত ১ বছরে যেভাবে ডিএ বৃদ্ধি

২০২০-তে করোনা মহামারী শুরুর পরে দেড় বছর কেন্দ্রীয় সরকার ডিএ কিংবা ডিআর বৃদ্ধি করেনি। ২০২০-র জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত ডিএ আর ডিআর বৃদ্ধি স্থগিত ছিল। তারপর
২০২১-এর জুলাইয়ে ডিএ এবং ডিআর ১৭% থেকে বাড়িয়ে ২৮% করে। ওই বছরের অক্টোবরে তা ৩% বাড়িয়ে ৩১% এবং ২০২২-এর জানুয়ারিতে তা বাড়িয়ে ৩৪% করে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে
প্রকাশিত খবর অনুযায়ী ডিএ এবং ডিআর ৫% বৃদ্ধি করা হতে পারে। তা হলে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর ৩৯%-এ পৌঁছে যাবে।

বিদ্রোহী বিধায়কদের অযোগ্য ঘোষণার দাবি শিবসেনার! পাল্টা সিদ্ধান্ত নেওয়ার অধিকারীকেই অপসারণের আবেদনবিদ্রোহী বিধায়কদের অযোগ্য ঘোষণার দাবি শিবসেনার! পাল্টা সিদ্ধান্ত নেওয়ার অধিকারীকেই অপসারণের আবেদন

English summary
Latest news on DA and DR hike for Central Govt employees and pensioners from 1 July 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X