For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-১৮ সালে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হল ৭.২ শতাংশ, রিপোর্ট পেশ কেন্দ্রের

বৃহস্পতিবার কেন্দ্র ২০১৭-১৮ সালের জিডিপি-র বৃদ্ধির হারের রিপোর্ট পেশ করল।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার কেন্দ্র ২০১৭-১৮ সালের জিডিপি-র বৃদ্ধির হারের রিপোর্ট পেশ করল। আগে যা ৬.৭ শতাংশ হিসাবে দেখানো হয়েছিল তা এখন 'রিভাইস' করে ৭.২ শতাংশ হয়েছে বলে জানানো হল।

২০১৭-১৮ সালে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হল ৭.২ শতাংশ, রিপোর্ট পেশ কেন্দ্রের

কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০১৭-১৮ সালে জিডিপি বেড়ে হয়েছে ১৩১.৮০ লক্ষ কোটি টাকা যা ২০১৬-১৭ সালে ছিল ১২২.৮ লক্ষ কোটি টাকা। যার অর্থ ৭.২ শতাংশ হারে জিডিপির বৃদ্ধি হয়েছে।

[আরও পড়ুন:ডেরেক ও'ব্রায়েনকে নোটিশ, মমতার আপ্ত সহায়কের বাড়ি হানা সিবিআই এর ][আরও পড়ুন:ডেরেক ও'ব্রায়েনকে নোটিশ, মমতার আপ্ত সহায়কের বাড়ি হানা সিবিআই এর ]

শিল্প ও প্রতিষ্ঠান ধরে ধরে অনেক বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। আরও আধুনিক পদ্ধতিতে যাচাই হয়েছে। এদিন জাতীয় আয়, ভোগ্যপণ্য গ্রহণে খরচ, সঞ্চয় সহ একাধিক আর্থিক বিষয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস রিপোর্ট পেশ করেছে।

[আরও পড়ুন: 'কর্মসংস্থান নিয়ে রিপোর্ট ভেরিফায়েড নয়' সরকারের পাশে দাঁড়িয়ে জানাল নীতি আয়োগ ][আরও পড়ুন: 'কর্মসংস্থান নিয়ে রিপোর্ট ভেরিফায়েড নয়' সরকারের পাশে দাঁড়িয়ে জানাল নীতি আয়োগ ]

বৃদ্ধির হার কৃষি, বনসৃজন, মতস্যচাষ, খনি, বিদ্যুত, গ্যাস, জল সরবরাহ ইত্যাদি নানা ক্ষেত্রে কতটা হারে বৃদ্ধি হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে। তার আগের বছরের বৃদ্ধিও উল্লেখ করা হয়েছে।

[আরও পডুন:মায়াবতী এবার স্ক্যানারে, উত্তরপ্রদেশে ৭টি জায়গায় ইডি- রেড][আরও পডুন:মায়াবতী এবার স্ক্যানারে, উত্তরপ্রদেশে ৭টি জায়গায় ইডি- রেড]

English summary
Government revises GDP growth rate to 7.2 per cent for 2017-18
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X