For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদানির সম্পদে একদিনে যুক্ত হয়েছে ১৬১২ কোটি টাকা! কীভাবে জানলে চমকে যাবেন

আদানির সম্পদে একদিনে যুক্ত হয়েছে ১৬১২ কোটি টাকা! কীভাবে জানলে চমকে যাবেন

  • |
Google Oneindia Bengali News

Gautam Adani Net Worth: আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির সম্পত্তি একবছরে দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। গত এক বছরে প্রতিদিন তার সম্পদে ১৬১২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর এমনভাবে সম্পদ বৃদ্ধির কারণে এই মুহূর্তে বিশ্বের ধনীর তালিকার দ্বিতীয়স্থানে চলে এসেছে ভারতীয় এই শিল্পপতি। এমনকি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকেও পিছনে ফেলে দিয়েছেন গৌতম আদানি। আর এই খবর প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের কাছে। তবে আদানি কর্তার সামনে এখন শুধুই টেসলা কর্তা ইলন মাস্ক।

মোট সম্পত্তি বর্তমানে 10,94,400 কোটি টাকা

মোট সম্পত্তি বর্তমানে 10,94,400 কোটি টাকা

তবে আদানি গোষ্ঠীর সম্পত্তি যেভাবে বাড়ছে তাতে খুব শীঘ্রই আরও তকমা ছিনিয়ে নিতে চলেছেন গৌতম। IIFL Wealth Hurun India Rich List 2022-এ মোতাবেক, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির শেয়ারের এই বৃদ্ধির কারণে গৌতম আদানির সম্পদে 116 শতাংশ উত্থান ঘটেছে। গত বছর তাঁর সম্পত্তিতে অতিরিক্ত 5,88,500 কোটি টাকা যুক্ত হয়েছে। গৌতম আদানির মোট সম্পত্তি বর্তমানে 10,94,400 কোটি টাকা। তথ্য বলছে এই মুহূর্তে ভারতের সবথেকে ধনীর তালিকাতে প্রথমেই রয়েছেন গৌতম আদানি।

আদানির সম্পদ ব্যাপকভাবে বেড়েছে

আদানির সম্পদ ব্যাপকভাবে বেড়েছে

অধিগ্রহণ এবং নতুন ব্যবসায় প্রবেশের কারণে গত পাঁচ বছরে গৌতম আদানির সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে গত দুবছরে গৌতম আদানির সম্পত্তি ব্যাপক ভাবে বেড়েছে। সম্পত্তিতে প্রায় 1440 শতাংশ উত্থান ঘটেছে বলে জানাচ্ছে তথ্য। আদানি গ্রুপের সাতটি তালিকাভুক্ত কোম্পানির সবকটিতেই ভারতীর শেয়ার বেড়ে যাওয়ায় মার্কেট ক্যাপে নিজেদের জায়গা আদানি শক্ত করেছে বলেই মনে করা হচ্ছে। যদিও অনেকে বলেন, আদানি গোষ্ঠীর এহেন উত্থানের পিছনে প্রধানমন্ত্রী মোদীর বড় ভূমিকা রয়েছে।

সাতটি সংস্থার মার্কেট ক্যাপ এক লক্ষ কোটি টাকার বেশি।

সাতটি সংস্থার মার্কেট ক্যাপ এক লক্ষ কোটি টাকার বেশি।

এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে আনাস রহমান জুনেদ, এমডি ও হুরুন ইন্ডিয়ার প্রধান গবেষক। তাঁর মতে, আদানি একমাত্র ভারতীয় যার সাতটি সংস্থার মার্কেট ক্যাপ এক লক্ষ কোটি টাকার বেশি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সিমেন্ট ব্যবসাতে পা রেখেছেন গৌতম আদানি। অম্বুজা সিমেন্ট এবং এসিসি সিমেন্ট কোম্পানি কিনে নিয়েছে আদানি সংস্থা। যা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এরপরেই দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক গোষ্ঠীতে পরিণত হল আদানি গোষ্ঠী।

বাংলাতেও ব্যবসা শুরু

বাংলাতেও ব্যবসা শুরু

বলে রাখা প্রয়োজন, বাংলাতেও ব্যবসা শুরু করতে চলেছে মোদী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। তাজপুরে দেশের মধ্যে গভীর বন্দর তৈরি করবে আদানি। ইতিমধ্যে সেই সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এই সংস্থা। আর তাতে ব্যাপক কর্মসংস্থানও হবে বলে মনে করা হচ্ছে।

চরমে মুদ্রাস্ফীতি, ২০২৩ অর্থবর্ষে দেশের GDP বৃদ্ধির মান কমাল ADBচরমে মুদ্রাস্ফীতি, ২০২৩ অর্থবর্ষে দেশের GDP বৃদ্ধির মান কমাল ADB

English summary
Gautam Adani added 1,612 Crore a Day, says report, he is the Richest Person in India now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X