For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে উন্নত দেশের তালিকায় জায়গা করে নিতে পারে ভারত? ইঙ্গিত দিলেন C Rangarajan

মূল্যবৃদ্ধির গেঁড়োয় সাধারণ মানুষ! কমছে জমায়েতের উপর সুদের হার। মধ্যবিত্তের উপর একাধিক চাপের মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে নাকি ভারতীয় অর্থনীতি (Indian Economy) । বিশ্বের তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে অর্থ ব্যবস্থাতে পঞ্চম স্থানে ভা

  • |
Google Oneindia Bengali News

মূল্যবৃদ্ধির গেঁড়োয় সাধারণ মানুষ! কমছে জমায়েতের উপর সুদের হার। মধ্যবিত্তের উপর একাধিক চাপের মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে নাকি ভারতীয় অর্থনীতি (Indian Economy) । বিশ্বের তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে অর্থ ব্যবস্থাতে পঞ্চম স্থানে ভারত।

কিন্তু তারপরও ভারত উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে এবং একটি উন্নত দেশের মর্যাদা অর্জনের চেষ্টা করছে। আর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) প্রাক্তন গর্ভনর (former RBI Governor) C Rangarajan।

তাঁর দাবি, উন্নত দেশের মর্যাদা পেতে ভারতকে দুই দশকেরও বেশি সময় ধরে একটানা ৮-৯ শতাংশের শক্তিশালী বৃদ্ধি (growth) বজায় রাখতে হবে।

কত টার্গেট রাখা উচিৎ ভারতের?

কত টার্গেট রাখা উচিৎ ভারতের?

সম্প্রতি হায়দরাবাদের ICFAI Foundation for Higher education -এ বক্তব্য রাখেন প্রাক্তন আধিকারিক রাঙ্গারজন। যেখানে দেশের অর্থনীতি নিয়ে একাধিক বিষয় তুলে আনেন। আর এর মধ্যে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই 5 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি ভারতের টার্গেট হওয়া উচিৎ। আর এর ফলে দেশের মানুষের মাথাপিছু আয় হবে মাত্র ৩,৪৭২ ডলার। আর তা হলে মধ্যম আয়ের দেশ হিসেবে ভারত বিবেচিত হবে বলে মনে করছেন ওই অর্থনীতিবিদ।

দু'দশক খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে

দু'দশক খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে

এমনকি ভারতকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে আরও কয়েক বছর সময় লাগবে বলে মনে করছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর। আর এরপরেই উন্নয়নশীল দেশের তকমা পেতে ভারতে প্রতি ব্যক্তির আয় নুন্যতম ১৩ হাজার ২০৫ মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। আর সেই পর্যায়ে পৌঁছতে দুদশকেরও বেশি সময় পর্যন্ত একটানা ৮-৯ শতাংশের শক্তিশালী বৃদ্ধি (growth) বজায় রাখতে হবে বলেও বক্তব্য জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্তা।

নির্দিষ্ট রোডম্যাপের কথা বলেছেন C Rangarajan

নির্দিষ্ট রোডম্যাপের কথা বলেছেন C Rangarajan

রঙ্গরাজন বলেন যে মোট উৎপাদনের পরিপ্রেক্ষিতে ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। তবে একটি উপলব্ধী বলে মনে করছেন তিনি। প্রাক্তন গর্ভনরের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের র‌্যাঙ্কিং অনুসারে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত 197টি দেশের মধ্যে 142 তম স্থানে রয়েছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ দুবছর ধরে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। যার ফলে অর্থনীতিতে বড়সড় একটা ধাক্কা লেগেছে। আর এর মধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত বিশ্বের অর্থনীতিতেও রীতিমত ধাক্কা দিয়েছে। এই অবস্থায় একটা নির্দিষ্ট রোডম্যাপের কথা বলেছেন C Rangarajan। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
Ex-RBI chief Rangarajan India can take place as developed nation, but how
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X