For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগেই ফিরে এসেছে নস্টালজিক নোকিয়া ৩৩১০, এবার থাকছে আরও বৈশিষ্ঠ্য

বাজারে আসতে চলেছে নোকিয়া ৩৩১০ মডেলের ৩জি ভার্সান। সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের গোড়ার দিকেই ৩জি রূপে হাজির হতে পারে নোকিয়ার ঐতিহ্যবাহী এই ফোন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নোকিয়া ৩৩১০-র সঙ্গেই হাজারো মানুষের নস্টালজিয়া ও আবেগও ফিরিয়ে এনেছেন এইচএমডি গ্লোবাল। কিন্তু আজকের দিনে যেখানে প্রত্যেকের হাতে স্মার্টফোন, সেখানে নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেটে ৪জি দুরঅস্ত ৩জি পর্যন্ত নেই। ২জি মোবাইলে ইন্টারনেট কতটা করা যাবে তা নিয়েও সন্দিহান অনেকেই। সম্ভবত লক্ষ লক্ষ নোকিয়া প্রেমীর মনে কথা বুঝতে পেরেই এবার নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেটে ৩জি কানেক্টিভিটি নিয়ে আসতে চলেছে এইচএমডি গ্লোবাল।

আগেই ফিরে এসেছে নস্টালজিক নোকিয়া ৩৩১০, এবার থাকছে আরও বৈশিষ্ঠ্য

সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের গোড়ার দিকেই সম্ভবত নোকিয়া ৩৩১০-এর ৩জি নিয়ে আসতে চলেছে এইচএমডি গ্লোবাল। ইতিমধ্যেই নোকিয়ার ঐতিহ্যবাহী এই ফোনের ৩জি মডেলটিকে এফসিসি ছাড়পত্র দিয়েছে বলে সূত্রের খবর। খবরটি টুইট করে জানিয়েছে আয়ারল্যান্ডের একটি টেলিকম সংস্থাও। অবশ্য এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে এখনও পর্যন্ত নোকিয়া ৩৩১০ ৩জি নিয়ে কিছুই বলা হয়নি।

অনেক জল্পনার পর অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ ঘটে নোকিয়ার আইকনে পরিণত হওয়া ৩৩১০ মডেলের নয়া সংস্করণের। ভারতের বাজারে অবশ্য কিছুটা দেরিতেই ঢোকে এই ফোন। আপাতত অনলাইনে ফোনটি পাওয়া যাচ্ছে ৩৩১০ টাকাতে। কালার স্ক্রিন, ক্যামেরা ও ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া অবশ্য খুব বেশি কিছু পাল্টায়নি এই ফোনের ।

তবে এমাস থেকেই জিওফোন হাতে পাওয়া যাবে। এই জিও ফোন আবার ৪জি। ফলে ফিচার্সের দিক দিয়ে জিওফোনের সঙ্গে নোকিয়া ৩৩১০ কতটা পেরে উঠতে পারবে তা নিয়ে সংশয় থাকছেই।

[আরও পড়ুন: এই কাজটি করলে জিওতে পাবেন প্রায় ১০০ টাকার ক্যাশব্যাক, কীভাবে জেনে নিন ][আরও পড়ুন: এই কাজটি করলে জিওতে পাবেন প্রায় ১০০ টাকার ক্যাশব্যাক, কীভাবে জেনে নিন ]

English summary
Nokia phone maker HMD global is all set launch nokia 3310 3g variant. The model will likely to hit market on late september or on early october.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X