For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনদিকে মুখ করে রান্না করলে সুস্থ থাকবেন গৃহিনী, ভালো হবে স্বাস্থ্য, বলছে বস্তুশাস্ত্র

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এই সমস্ত সমস্যার যাবতীয় কারণের মূলে রয়েছে বাস্তুদোষ। আর তার অনেকটাই বাড়ির রান্নাঘরকে কেন্দ্র করে তৈরি হয়।

  • |
Google Oneindia Bengali News

এরকম বহু বাড়িই রয়েছে ,যেখানে স্বাস্থ্য সম্পর্কে সমস্যা লেগেই থাকে। স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি সমস্য়ায় ভোগেন বাড়ির গৃহিনী। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এই সমস্ত সমস্যার যাবতীয় কারণের মূলে রয়েছে বাস্তুদোষ। আর তার অনেকটাই বাড়ির রান্নাঘরকে কেন্দ্র করে তৈরি হয়। বেশ কিছু উপায় অবলম্বন করলে এই সমস্যা মেটানো যায়। একনজরে দেখে নেওয়া যাক ,বাড়ির রান্নাঘর সংক্রান্ত কয়েকটি বাস্তু টিপস।

[আরও পড়ুন:বাস্তুমতে বাড়িতে কোন পোষ্য থাকলে সৌভাগ্য বৃদ্ধি হয়, গৃহস্থে আসে শান্তি, জেনে নিন][আরও পড়ুন:বাস্তুমতে বাড়িতে কোন পোষ্য থাকলে সৌভাগ্য বৃদ্ধি হয়, গৃহস্থে আসে শান্তি, জেনে নিন]

[আরও পড়ুন:কর্মক্ষেত্র থেকে আয় কি আরও বাড়াতে চান ! মেনে চলতে হবে এই কয়েকটি বাস্তু টিপস][আরও পড়ুন:কর্মক্ষেত্র থেকে আয় কি আরও বাড়াতে চান ! মেনে চলতে হবে এই কয়েকটি বাস্তু টিপস]

দক্ষিণ পশ্চিম দিক ও বাস্তুসমস্যা

দক্ষিণ পশ্চিম দিক ও বাস্তুসমস্যা

বাড়ির মহিলাদের দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে রান্না করা উচিত নয়। এরফলে মনে করা হয় ঘরের শান্তি বিঘ্নিত হয়। বাড়ির মহিলারা এই দিকে মুখ করে সারাদিন কাজ করলে তা গোটা বাড়ির ওপর প্রভাব পড়ে বলে মত বাস্তুশাস্ত্রবিদদের।

[আরও পড়ুন:২০১৮ সালে ব্যবসার জন্য কোন দিন-সময়-তিথি শুভ, জেনেনিন][আরও পড়ুন:২০১৮ সালে ব্যবসার জন্য কোন দিন-সময়-তিথি শুভ, জেনেনিন]

দাম্পত্য কলহ

দাম্পত্য কলহ

বাড়ির দক্ষিণ পশ্চিমদিকে মুক করে রান্না করার ব্যবস্থা যে বাড়িতে থাকে, সেখানে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি হয়ে থাকে।

বাতিল করুন দক্ষিণদিকে মুখ করে রান্না করা

বাতিল করুন দক্ষিণদিকে মুখ করে রান্না করা

রান্না , দক্ষিণ দিকে মুখ করে করা উচিত নয় বলে মনে করছেন বাস্তুশাস্ত্রবিদরা। তার ফলে গৃহিনীর শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। যে বাড়ির মহিলারা দক্ষিণমুখী হয়ে রান্না করেন তাঁরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন।

কোন দিকে মুখ করে রান্না করা উচিত

কোন দিকে মুখ করে রান্না করা উচিত

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, পূর্ব দিকে মুখ করে রান্না করা উচিত। এই দিকে মুখ করে রান্না করা বেশ ভালো ফল দেয়। এরফলে বাড়ির গৃহিনীদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে।

পূর্বদিক শুভ

পূর্বদিক শুভ

যদি মনে করেন বাড়িতে সুখ শান্তি প্রয়োজন , তাহলে বাড়িক পূর্বদিকে মুখ করে রুটি বেলা বা সব্জি কাটার কাজগুলি করতে পারেন। এতে বাড়িতে শান্তি বজায় থাকে।

বাস্তুমত না মানলে কো সমস্যার সম্মুখীন হতে হয়?

বাস্তুমত না মানলে কো সমস্যার সম্মুখীন হতে হয়?

বাস্তুমতে না চললে, বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন পশ্চিম দিকে মুখ করে রান্না করলে বাড়ির কর্তৃ অসুস্থ হয়ে না পড়লেও, বাড়ির সদস্যরা প্রায়ই অসুস্থতার শিকার হয়ে থাকেন।

রান্না ঘরের জানলা কোন দিকে হবে?

রান্না ঘরের জানলা কোন দিকে হবে?

সুস্থ থাকতে গেলে, রান্নাঘরের জানলা পূর্ব দিকে হলে তা ভালো বলে মনে করছেন বাস্তুশাস্ত্রবিদরা। যা গৃহস্থে সুখ শান্তি নি.ে আসে।

English summary
Vastu tips for health and kitchen construction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X