
অগাস্ট মাসের ২০২২ মাসিক রাশিফল : কন্যা রাশি
চাকুরিজীবীদের এই মাসটি খুব ভাল কাটবে। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, এই সময়ে তাঁদের সকল সমস্যার সমাধান হতে পারে। এই মাসে ছোটো ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময় টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
উপায়: প্রতিদিন গণশেজিকে দুর্বা দিয়ে পুজো করুন এবং গণেশ চল্লিশার পাঠ করুন।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ৪, ১০, ২৪, ৩৪, ৪৭, ৫৯
শুভ দিন : সোমবার, বৃহস্পতিবার, বুধবার, রবিবার
শুভ রঙ : সবুজ, কমলা, সাদা, গোলাপী, আকাশী

কন্যা রাশির বৈশিষ্ট
কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হন। এঁরা যতটা বাস্তববাদী, ততটাই এঁরা পরিশ্রমী হয়ে থাকেন। এঁদের বুদ্ধি আর আবেগ অনেক কিছুকেই হার মানাতে বাধ্য। এই জাতক জাতিকাদের স্মরণ শক্তি অত্যন্ত তুখর ।

কর্ম
নিজেকে কাজের মধ্যে রাখতে এই রাশির জাতক জাতিকারা ভীষণ ভালোবাসেন। মানসিক ও শারীরিকভাবে এঁরা কাজের সময় পারদর্শিতা দেখিয়ে থাকেন। কাজের প্রতি নিষ্ঠার জন্য বহু কিছু ত্যাগ করতে পারেন এঁরা।

প্রেম
প্রেমের ক্ষেত্রে এঁরা প্রথমে খানিকটা ব্যাকফুটে খেলেন! পরবর্তীকালে মনের মানুষের কাছে নিজেকে তুলে ধরেন এঁরা। নিজের প্রেমিক অথবা প্রেমিকার কাছে নিবেদিত হওয়াটাই এঁরা কাছে বড় বিষয় বলে মনে করেন।