For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবরাত্রিতে 'শাহি স্নান' এ মাতল হরিদ্বারের কুম্ভমেলা, জানুন ২০২১ সালে এই পূণ্যস্নানের দিনক্ষণ ও মাহাত্ম্য

  • |
Google Oneindia Bengali News

শিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এদিন হরিদ্বারের হরকি পৈরি ঘাট ভরে যায় সকাল থেকেই। শিবরাত্রির সকালের এই স্নান মূলত হরিদ্বারের কুম্ভমেলাকে কেন্দ্র করে সম্পন্ন হয়েছে। ১২ বছর পর এদিন এই শাহি স্নানের আয়োজন দেখা গেল হরিদ্বারের কুম্ভ মেলায়। এর আগে ২০১৬ সালে অর্ধকুম্ভ মেলা আয়োজিত হয় হরিদ্বারে। একনজরে দেখা যাক এই শাহি স্নান কেন করা হয়? এর নেপথ্যে কোন মাহাত্য রয়েছে।

 কেন করা হয় শাহিস্নান?

কেন করা হয় শাহিস্নান?

কথিত রয়েছে, মা গঙ্গার পৃথিবীর বুকে অবস্থান শিবের দৈলতে। তাই শিবরাত্রিতে এই স্নান আলাদা গুরুত্ব নিয়ে আসে। এই দিন পবিত্র ডুব ধার্মিক মাহাত্য সঙ্গে নিয়ে আসে। তার জন্যই এমন শাহিস্নান করা হয়।

 কয়টি শাহি স্নান হবে?

কয়টি শাহি স্নান হবে?

পাপ ধুয়ে ফেলার জন্য এই শাহি স্নান খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু মতে এমনই তথ্য কথিত রয়েছে। তথ্য অনুযায়ী ২০২১ সালে ৪ টি শাহিস্নান হবে। প্রসঙ্গত, শিবের জটায় গঙ্গার জন্ম হয়েছে , এমন বিশ্বাস থেকেই শিবরাত্রিতে এই স্নান বিশেষ তাৎপর্যপূর্ণ।

 কবে রয়েছে ২০২১ সালের ৪ টি শাহিস্নান

কবে রয়েছে ২০২১ সালের ৪ টি শাহিস্নান

প্রসঙ্গত, ২০২১ সালে ৪ টি শাহি স্নান রয়েছে। প্রথমটি ১১ মার্চ শিবরাত্রিতে। দ্বিতীয়টি ১২ এপ্রিল সোমবতি অমাবস্যায় তৃতীয়টি ১৪ এপ্রিল মকর সংক্রান্তিতে। আর চতুর্থ শাহিস্নান রয়েছে ২৭ এপ্রিল বৈশাখ পূর্ণিমায়।

 ৯ টি গঙ্গা স্নান

৯ টি গঙ্গা স্নান

শাহিস্নান বাদেও ২০২১ সালে রয়েছে ৯ টি পূণ্য গঙ্গা স্নানের তারিখ। তারমধ্যে জানুয়ারির ১৪, ফেব্রুয়ারির ১১,১৬,২৭ তারিখে কয়েকটি পার হয়েছে। এরপর আজ ১১ মার্চ শিবরাত্রিতে রয়েছে সেই স্নানের দিন। তারপর ১২ এপ্রিল সোমবতি অমাবস্যায় রয়েছে দিনক্ষণ। আর শেষে ১৪ এপ্রিল বৈশাখী স্নানে রয়েছে গঙ্গাস্নানের তারিখ।

English summary
Maha Shivratri 2021, Haridwar sees first shashi snan, know the date and significance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X