For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গায়ের ওপর আচমকা টিকটিকি এসে পড়েছে!‌ ভয় পাবেন না, বরং জেনে নিন এর অর্থ

গায়ের ওপর আচমকা টিকটিকি এসে পড়েছে!‌ ভয় পাবেন না, বরং জেনে নিন এর অর্থ

Google Oneindia Bengali News

‌বর্ষার সময় টিকটিকি নামক নিরীহ প্রাণীর উপদ্রব একটু বেশি বেড়ে যায়। অনেকসময় এই টিকটিকি আমাদের গায়ের ওপর এসে পড়ে বা শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। এটা যদি হয় তবে সঙ্গে সঙ্গে স্নান করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এই টিকটিকি বিষাক্ত। তবে আবার এই টিকটিকি শরীরের বিশেষ জায়গায় পড়লে তা শুভ বলে মনে করা হয়, তেমনই শরীরের কিছু অঙ্গ রয়েছে যেখানে টিকটিকি পড়লে অশুভ বলে ধরে নেওয়া হয়।

টিকটিকি গায়ে পরার অর্থ

টিকটিকি গায়ে পরার অর্থ

জ্যোতিষ শাস্ত্রে টিকটিকিকে নিয়ে শুভ-অশুভ সঙ্কেত নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই শাস্ত্র অনুযায়ী, শরীরে টিকটিকি পড়লে সম্পত্তি লাভের মতো সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে মৃত্যুর মতো অশুভ সঙ্কেতও দেয়। গাউলি শাস্ত্র অনুযায়ী টিকটিকির প্রতিটি চলাফেরার মধ্যেই কোনও না অর্থ রয়েছে।

দু’‌টো টিকটিকি দেখলে কি হয়

দু’‌টো টিকটিকি দেখলে কি হয়

যদি দু'‌টো টিকটিকিকে লড়াই করতে দেখেন তাহলে আপনার পরিবারে বা বন্ধুদের সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা র‌য়েছে অথবা দু'‌টো টিকটিকিকে আলাদা হতে দেখলে কোনও প্রিয়জন ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

টিকটিকির আওয়াজ শোনা শুভ না অশুভ

টিকটিকির আওয়াজ শোনা শুভ না অশুভ

দিনের বেলা খাওয়ার সময় টিকটিকির আওয়াজ শুনতে যদি পান তবে বুঝে যাবেন যে শীঘ্রই কোনও সুখবর বা লাভ হতে পারে। যদিও এটা খুব কমই হয়, কারণ টিকটিকি শুধুমাত্র রাতেই ডাকে।

টিকটিকি মাথায় পড়লে

টিকটিকি মাথায় পড়লে

মাথায় টিকটিকি পড়া শুভ সঙ্কেত বলে মানা হয়। এটা সম্পত্তি পাওয়ার ইঙ্গিতও হতে পারে।টিকটিকি চুলে পড়লে তা মৃত্যুর সঙ্গে যোগ হতে পারে

কান, নাক, মুখ ও গালে টিকটিকি পড়লে

কান, নাক, মুখ ও গালে টিকটিকি পড়লে

ডানদিকের কানে টিকটিকি পড়লে গয়না পাওয়ার যোগ থাকে এবং বাম কানে টিকটিকি পড়লে আয়ু বৃদ্ধি পায়। নাকে টিকটিকি পড়লে তা ভাগ্যোদয়ের সঙ্কেত। মুখে টিকটিকি পড়লে সুস্বাদু খাবার বা কোনও নেমন্তন্ন পেতে পারেন। বাম গালে টিকটিকি পড়লে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার খবর দেয়। ডান গালে টিকটিকি পড়ার কারণে বয়স বেড়ে যায়।

ঘাড়, ভুরু, হাত ও কাঁধে টিকটিকি পড়ার অর্থ

ঘাড়, ভুরু, হাত ও কাঁধে টিকটিকি পড়ার অর্থ

ঘাড়ে টিকটিকি পড়ার অর্থ সম্মান বাড়বে। ভ্রু-তে টিকটিকি পড়লে অর্থহানি হতে পারে। ডান কাঁধে টিকটিকি পড়লে কোনও মামলায় জয়লাভ হতে পারে। বাম কাঁধে টিকটিকি পড়লে নতুন শত্রুর সৃষ্টি হয়। ডান হাতে টিকটিকি পড়লে ধনপ্রাপ্তি হয়। বাম হাতে পড়লে সম্পত্তি আপনি ভ্রমণে সুবিধা দেয়।

পায়ে টিকটিকি পড়লে কি হয়

পায়ে টিকটিকি পড়লে কি হয়

ডান পায়ে বা ডান গোড়ালিতে টিকটিকি পড়লে আপনি ভ্রমণ করতে পারেন। বাঁ পায়ে বা বাঁ পায়ের গোড়ালিতে টিকটিকি পড়লে বাড়িতে অসুস্থতা বা বিবাদ দেখা দেয়। ডান পায়ের তলায় টিকটিকি পড়লে বা ছুঁয়ে গেলে ধন সম্পত্তি প্রাপ্তি হওয়ার আভাস দেয়। বাঁ পায়ের তলানিতে টিকটিকি পড়ার অর্থ ব্যবসায় ক্ষতি হওয়া

টিকটিকির শরীরে চলাফেরা

টিকটিকির শরীরে চলাফেরা

আর যদি টিকটিকি আপনার শরীরের ওপরে চলাফেরা করে তাহলে বুঝবেন যে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন।

English summary
know what signs wall lizard shows of the future events
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X