For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ি ও তার সদস্যদের বরবাদ করে দিতে পারে!‌ আজই ঘর থেকে দূর করুন এই বাস্তু দোষ

Google Oneindia Bengali News

বাস্তু শাস্ত্রে ঘরের প্রত্যেক কোণ তৈরি থেকে তার ব্যবহার ও সেখানে কি রাখা উচিত-অনুচিত নিয়ে সব নিয়ম বলা হয়েছে। বাস্তুর এই নিয়মগুলি পালন করলে ঘরে ইতিবাচকতা শক্তি থাকে। এর সঙ্গে বাড়ির সব সদস্যদের স্বাস্থ্য ভালো ও তাঁরা আনন্দে থাকে। তাঁদের উন্নতি হয়, ঘরে সমৃদ্ধি বজায় থাকে, কখনও ঝগড়া হয় না। অপরদিকে ঘরে বাস্তু দোষ থাকলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা ঝগড়া হতে পারে। ঘরে টাকা থাকে না। আর্থিক লোকসান হয় এবং অকারণে খরচ বেড়ে যায়। অসুস্থতার জন্য জলের মতো টাকা বেরিয়ে যায়।

বাড়ির সবচেয়ে বড় বাস্তু দোষ

বাড়ির সবচেয়ে বড় বাস্তু দোষ

যদিও অনেক ব্যবহারিক কারণে বাড়ির সব বাস্তু দোষ দূর করা সম্ভব হয় না। এইজন্য বাস্তু দোষ দূর করার জন্য উপায় তৈরি করা হয়েছে। কিন্তু কিছি বাস্তু দোষ খুবই বিপজ্জনক হয়ে থাকে, এটাকে দূর করে দেওয়া উচিত। নয়তো বাড়ির শান্তি-আনন্দ, স্বস্তি, সমৃদ্ধি সবকিছু ছিনিয়ে নেয়।

অশুভ ছবি, বড় মূর্তি

অশুভ ছবি, বড় মূর্তি

ঘরের ভেতর হিংসাত্মক পশুর ছবির সহ অশুভ কিছু লাগানো উচিত নয়। এত বাস্তু ত্রুটি তৈরি হয়। শুধু তাই নয়, ভগবানের বড় মূর্তিও কখনও বাড়িতে লাগানো সঠিক নয়। ধর্ম-শাস্ত্র মতে, ভগবানের মূর্তি ১ থেকে ১১ আঙুলের মধ্যে হওয়া উচিত। তার ওপর শিবলিঙ্গ তো দেড় আঙুলের বেশি হওয়াই উচিত নয়।

ঘরের উত্তর–পূর্ব দিশার বাস্তু দোষ

ঘরের উত্তর–পূর্ব দিশার বাস্তু দোষ

এমনিতে তো বাড়ির সব অংশ ও দিশা গুরুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু উত্তর-পূর্ব দিশা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়। বাড়ির উত্তর-পূর্ব অংশে ভুলেও শৌচালয় তৈরি করবেন না আর পূর্বপুরুষদের ছবিও এই দিশায় লাগানো অনুচিত। উত্তর-পূর্ব দিশায় মন্দির অথবা বসার ঘর তৈরি করুন, এটাই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যদি ঘরের উত্তর-পূর্ব দিশায় নিজের ব্যবহারের জন্য ঘর তৈরি করেছেন তবে সেটা কখনও ভাড়ায় দেবেন না।

ভেতরের দিকে খোলা জানলা–দরজা

ভেতরের দিকে খোলা জানলা–দরজা

ঘরের দরজা সর্বদা যেন বাড়ির ভেতরের দিকে খোলা হয়। ঘরের জানলা এমন হওয়া উচিত, যার পাল্লা ভেতরের দিকে যেন খোলে। নয়তো জানলায় স্লাইডারের ব্যবহার করুন। নয়তো জীবনে ভয় ও আতঙ্কের ছায়া থাকবে। দরজা থেকে কখনও যেন আওয়াজ না আসে অথবা যেন ভাঙা না হয়।

রান্নাঘরের বাস্তু দোষ

রান্নাঘরের বাস্তু দোষ

রান্নাঘরের দরজা এমন হওয়া উচিত যাতে সামনে থেকে উনুন বা গ্যাস দেখা যায়। রান্নাঘর সর্বদা পরিষ্কার-পরিছন্ন রাখুন। জল ও আগুনকে দূরে রাখুন। এঁটো বাসন বেসিনে না রেখে ধুয়ে রাখুন। নয়তো এই বাস্তু দোষ মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণাকে ক্রোধান্বিত করতে পারে এবং অর্থের লোকসান করতে পারে।

বাদুড়, শকুন এলে শুদ্ধ করান ঘর

বাদুড়, শকুন এলে শুদ্ধ করান ঘর

বাড়িতে পাখির আসা শুভ বলে মন একরা হয়। তবে বাড়িতে কাক, বাদুড়-চামচিকে, শকুন আসা অশুভ বলে ধরে নেওয়া হয়। যদি ঘরে চামচিকে বা শকুন আসে তাহলে ঘরকে শুদ্ধ করিয়ে দিন। পুরো ঘরে গঙ্গাজল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করুন। একইভাবে বাড়িতে মৌমাছির আসাও শুভ বলে মানা হয় না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

দুই গ্রহের যুতিতে তৈরি লক্ষ্মী–নারায়ণ যোগ, মালামাল হবেন এই রাশির জাতকরাদুই গ্রহের যুতিতে তৈরি লক্ষ্মী–নারায়ণ যোগ, মালামাল হবেন এই রাশির জাতকরা

English summary
Follow these simple remedies to eliminate Vastu defects at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X