For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chaitra Navratri 2021: শুভ যোগের মধ্যে কীভাবে ঘটস্থাপনা করতে হবে জানুন

Chaitra Navratri 2021: শুভ যোগের মধ্যে কীভাবে ঘটস্থাপনা করতে হবে জানুন

Google Oneindia Bengali News

বসন্তে ৯ দিন ধরে শুরু হয়ে গেল নবরাত্রি। এই নবরাত্রিকে চৈত্র নবরাত্রী বলা হয়। আশ্বিনের নবমীর আগে এই চৈত্রের নবরাত্রিতে শক্তির আরাধনা বিশেষভাবে হয়। মা শৈলপুত্রীর পুজো দিয়ে আরম্ভ হয় এই সময় পালন।

ঘটস্থাপনা

ঘটস্থাপনা

এপ্রিল মাসের ১৩ তারিখ ঘটস্থাপনা করার দিন ২০২১ এপ নবরাত্রিতে পড়েছে। সেদিন ভোর ৬:১১ মিনিট থেকে বেলা ১০:২২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ঘটস্থাপন করে ঘরে অম্বা মায়ের পুজো করা হয়। নয়দিন ধরে ৯ দেবীর পুজো করা হয় এই সময়।

 রয়েছে শুভ যোগ

রয়েছে শুভ যোগ

জ্যোতিষ মতে নবরাত্রির প্রতিপদ তিথিতে অমৃত সিদ্ধি ও সর্বার্থ সিদ্ধির মতো দুটো শুভ যোগ রয়েছে। এই সময় চন্দ্রের অবস্থান থাকবে মেষে। ১৩ এপ্রিল মেষে থাকবে রবিও। আর সূচনা হবে নবরাত্রির। নতুন শক্তি আরাধনায় জেগে উঠবে সংসার! মনে করা হয়, সমস্ত পাপ বিনাশ এই সময় থেকে শুরু হয়।

কলশ স্থাপন

কলশ স্থাপন

এই শুভ মুহূর্তে সাত রকমের শস্য, দিয়ে মাটির ঘট স্থাপন করা হয়। মাটির ঘট না পেলেও স্টিলের ঘটও বসানো যায়। 'সপ্তধান্য' দিয়ে এই ঘট স্থাপনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নবরাত্রিতে। এই ঘটে গঙ্গার জল রেখে ,ঘটকে লাল সুতো দিয়ে বাঁধা হয়। দেওয়া হয় সুপুরি। রাখা হয় আমের পাতা ও কিছু চালের দানা। একটি নারকেল দেওয়া হয়। দেওয়া হয় ফুল ও দূর্বা ঘাস।

নবরাত্রির দিনক্ষণ

নবরাত্রির দিনক্ষণ

১৩ এপ্রিল (মঙ্গলবার) প্রতিপদ
১৪ এপ্রিল (বুধবার) দ্বিতীয়া ,১৫ এপ্রিল (বৃহস্পতিবার) তৃতীয়া, ১৬ এপ্রিল (শুক্রবার) চতুর্থী, ১৭ এপ্রিল (শনিবার) পঞ্চমী,
১৮ এপ্রিল (রবিবার),
১৯ এপ্রিল (সোমবার) সপ্তমী, ২০ এপ্রিল পড়েছে অন্নপূর্ণ অষ্টমী। ২১ এপ্রিল রামনবমী। ২২ এপ্রিল দশমী।

 রামনবমী ২০২১ এর তিথি, তারিখ, দিনক্ষণ একনজরে রামনবমী ২০২১ এর তিথি, তারিখ, দিনক্ষণ একনজরে

English summary
Chaitra Navratri 2021 , know When And How To Do Kalash Sthapna or Ghatasthapana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X