For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রকে শক্তিশালী করতে করুন এই সামান্য কাজ, জীবনে আসবে অর্থের জোয়ার

Google Oneindia Bengali News

প্রতিটি মানুষের জীবনের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ভাবে জড়িত থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান। গ্রহের পরিবর্তন যে কোনও ব্যক্তির জীবনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলে। গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির সময় শুভ বা অশুভ প্রভাবিত হতে থাকে। আবার অনেক সময় অনেক ব্যক্তির জন্মছকে গ্রহ দুর্বল হওয়ার কারণে সেই ব্যক্তিকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কোনও ব্যক্তির জন্মছকে শুক্র দুর্বল হলে সেই ব্যক্তিকে প্রেম, বিবাহ এবং পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কিছু উপায় রয়েছে যা দিয়ে দুর্বল শুক্রকে মজবুত করা সম্ভব হয়। জেনে নেওয়া যাক কী কী কাজ করলে জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

মিত্র গ্রহের প্রভাব

মিত্র গ্রহের প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ, শনি ও কেতু শুক্রের মিত্র গ্রহ হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে সূর্য, চন্দ্র ও রাহুকে আবার শুক্রের শত্রু গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষীরা বলেন যে শুক্র যদি শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করে তবে ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব দেখা যায়। তবে শুক্রের সঙ্গে মিত্র গ্রহের অবস্থান হলে সেক্ষেত্রে সেই মানুষের জীবনে অনেক ভালো ও ইতিবাচক প্রভাব দেখা যায়। সেক্ষেত্রে শুক্র দুর্বল হলে বুধ, শনি ও কেতু গ্রহের উপাসনা করলে তাতে ভালো ফল পাওয়া যায়।

দুর্বল শুক্রর প্রভাব

দুর্বল শুক্রর প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র দুর্বল হলে সেক্ষেত্রে এর প্রভাব মানুষের জীবনে উল্টো ভাবে পড়তে শুরু করে। এ কারণে ব্যক্তির মন ধর্ম ও আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যায় ভোগ ও বিলাসের দিকে বেশিকরে আকৃষ্ট হয়। সেই সঙ্গে শুক্র দুর্বল হলে ব্যক্তির বিবাহিত জীবনে বাধা আসে। শুধু তাই নয়, ব্যক্তি নানা প্রকার পার্থিব সুখ থেকে বঞ্চিত হয়। জীবনে সুযোগ সুবিধার অভাব দেখা দেয়। আর সেই কারণে দুর্বল শুক্রর হাত থেকে মুক্তি পেতে রোজ চন্দনের তেল বা গন্ধ ব্যবহার করা ভালো।

শুক্রের শক্তিশালী প্রভাব

শুক্রের শক্তিশালী প্রভাব

তবে কোনও ব্যক্তির জন্মছকে যদি শুক্র শক্তিশালী অবস্থানে থাকে, তবে সেক্ষেত্রে সেই ব্যক্তির মন সবসময় ইতিবাচক থাকে। মানুষের সঙ্গে সেই ব্যক্তি অনেক মিলেমিশে বসবাস করেন। শুধু তাই নয়, সমাজে সেই ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পান। নানা রকমের রোগ থেকে তিনি নিরাপদ থাকেন। তাই জীবনে শুক্রকে শক্তিশালী করার জন্য ভগবান শিবের পুজো করা শুভ।

শুক্রের শুভ প্রভাব পাওয়ার উপায়

শুক্রের শুভ প্রভাব পাওয়ার উপায়

শুক্রও যদি রাশিতে দুর্বল থাকে এবং এটিকে শক্তিশালী করতে চাইলে সেই ব্যক্তির শুক্রবার উপবাস রাখা উচিত। এছাড়াও শুক্রবারে সাদা জিনিস যেমন দুধ, মুক্তা, দই, চিনি, ময়দা ইত্যাদি দান করলেও খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া ওম শুম শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করলে তা শুভ ফল দেয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গরুকে খাওয়ালেও মানুষ শুভ ফল পায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

করওয়া চৌথে তৈরি হচ্ছে শুভ সংযোগ!‌ এই মুহূর্তে পুজো করলে স্বামী–স্ত্রী সম্পর্ক হবে মজবুতকরওয়া চৌথে তৈরি হচ্ছে শুভ সংযোগ!‌ এই মুহূর্তে পুজো করলে স্বামী–স্ত্রী সম্পর্ক হবে মজবুত

English summary
astro tips to make venus strong in horoscope
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X