For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Amavasya Tithi: আষাঢ়ের এই অমাবস্যা নাকি 'অশুভ', শুক্রবারে কী করবেন, কী করবেন না

আষাঢ় মাসের অমাবস্যা তিথি পড়ছে শুক্রবার। আর এই অমাবস্যাকে বলা হয় দর্শা অমাবস্যা। শুক্রবার, ৯ জুলাই ভোর ৫ টা ১৬ মিনিটে শুরু হবে এই অমাবস্যা তিথি, থাকবে সকাল ৬ টা ৪৬ মিনিট পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

আষাঢ় মাসের অমাবস্যা তিথি পড়ছে শুক্রবার। আর এই অমাবস্যাকে বলা হয় দর্শা অমাবস্যা। শুক্রবার, ৯ জুলাই ভোর ৫ টা ১৬ মিনিটে শুরু হবে এই অমাবস্যা তিথি, থাকবে সকাল ৬ টা ৪৬ মিনিট পর্যন্ত।

এই অমবস্যা তিথি অনেক ক্ষেত্রে যথেষ্ট বিশেষ! ফলে অনেকে আষাঢ় মাসের এই অমবস্যা তিথিকে যথেষ্ট গুরুত্বের সঙে নেয়। তবে এই সময়ে এই কাজ করলে কিছুটা হলেও সময় ভালো আসতে পারে জীবনে।

অমাবস্যাকে অশুভ বলে ধরে নেওয়া হয়

অমাবস্যাকে অশুভ বলে ধরে নেওয়া হয়

হিন্দু মতে অমাবস্যাকে অশুভ বলে ধরে নেওয়া হয়। অনেকেই এই দিনে শ্রাদ্ধের রীতি পালন করেন। মনে করা হয় এই দিনে শ্রাদ্ধানুষ্ঠান করলে মৃত মানুষের আত্মা শান্তি পায়।

কালসর্প দশা পূজাও করেন অনেকে

কালসর্প দশা পূজাও করেন অনেকে

কালসর্প দশা পূজাও করেন অনেকে। সোমবার পড়লে তাকে সোমবতী অমাবস্যা ও শনিবার পড়লে তাকে শনি অমাবস্যা বলা হয়। কারও কুণ্ডলীতে দশা বা বিপদ থাকলে তাঁরা কালসর্প পূজা করেন। এই পূজায় পঞ্চাক্ষরী মন্ত্র পাঠ করা হয়। উচ্চারণ করতে হয় ওম নমঃ শিবায় অথবা দশা না কাটা পর্যন্ত প্রত্যেকদিন ১০৮ বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয়। কেউ যদি বীজ মন্ত্র বা রাহু মন্ত্র জানেন, তাহলে তিনি তা জপ করতে পারেন ১০৮ বার।

বটগাছে জল দিলেও ভাল হয়

বটগাছে জল দিলেও ভাল হয়

এ ছাড়া প্রত্যেক দিন সকালে-বিকেলে বটগাছে জল দিলেও ভাল হয়। পাশাপাশি নাগ পঞ্চমীতে নাগ দেবতার পুজো করলেও কাটে বিপদ। আসলে অমাবস্যার দিনে আকাশে চাঁদ দেখা যায় না। ওই তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান এমন হয়, যাতে রাতের আকাশে চাঁদ দেখা যায় না পৃথিবী থেকে।

English summary
Amavasya tithi on friday, what to do on that day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X