For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের পবিত্র নদীগুলির উৎসস্থলের ছবি দেখে নিন একঝলকে

ভারতের বেশিরভাগ বড় নদীই একটি ছোট্ট উৎসমুখ থেকে, প্রস্রবন থেকে সৃষ্ট হয়ে সমতলে যাত্রা করতে করতে সুবিশাল নদীতে পরিণত হয়েছে। এই প্রতিবেদনে আমরা তেমনই কয়েকটি সুপরিচিত নদীর উৎসমুখের সঙ্গে পরিচিত হব।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভারত নদীমাতৃক দেশ। দেশের প্রতিটি রাজ্যের বুক চিড়ে একাধিক নদী বয়ে গিয়েছে। আর এই নদীগুলিকে আঁকড়ে ধরেই বেঁচে রয়েছে ভারতের সুপ্রাচীন সভ্যতা। দেশের উত্তর থেকে দক্ষিণে মূলত বিভিন্ন নদীগুলি বয়ে চলেছে। উত্তরের পাহাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করে নদীগুলি এসে মিশেছে সাগরে। [স্বপ্নসুন্দর অরুণাচল প্রদেশে কাটিয়ে আসুন কয়েকদিন]

বেশিরভাগ বড় নদীই একটি ছোট্ট উৎসমুখ থেকে, প্রস্রবন থেকে সৃষ্ট হয়ে সমতলে যাত্রা করতে করতে সুবিশাল নদীতে পরিণত হয়েছে। এই প্রতিবেদনে আমরা তেমনই কয়েকটি সুপরিচিত নদীর উৎসমুখের সঙ্গে পরিচিত হব। [হিমাচলের কয়েকটি অখ্যাত অথচ অপূর্ব ট্যুরিস্ট স্পট]

গঙ্গা - গঙ্গোত্রী হিমবাহ

গঙ্গা - গঙ্গোত্রী হিমবাহ

গঙ্গা নদী সৃষ্ট হয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমাবাহকে ঘিরে রেখেছে বরফে ঢাকা হিমালয়ের চূড়াসমূহ। এই গঙ্গোত্রী হিমবাহের অদূরে অবস্থিত গোমুখ থেকে ভাগীরথী নদীর উৎস। [ভারতের সেরা 'রোমান্টিক স্পট']

গোদাবরী - ত্রিম্বকেশ্বর

গোদাবরী - ত্রিম্বকেশ্বর

ভারতে গঙ্গার পরে দ্বিতীয় দীর্ঘতম নদী হল গোদাবরী। একে দক্ষিণের গঙ্গা বলা হয়। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতে ত্রিম্বকেশ্বর নামের এলাকা গোদাবরী নদীর উৎসমুখ। এই ত্রিম্বকেশ্বর শিবের মন্দির ও ১২টি জ্যোতিরালিঙ্গের একটির জন্য বিখ্যাত। ত্রিম্বকেশ্বরের পাহাড়ের অদূরে উৎস থেকে গোদাবরী নদী কুশবার্তা পুষ্করিনীতে পড়েছে। এই পবিত্র পুষ্করিনীকে গোদাবরী নদীর জলের অন্যতম উৎস ধরা হয়। এখান থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে গোদাবরী বঙ্গোপসাগরে বিলীন হয়েছে। [দেশের সেরা জঙ্গল রিসর্টগুলির কয়েকঝলক]

যমুনোত্রী

যমুনোত্রী

হিন্দুদের কাছে যমুনোত্রী অন্যতম সেরা গন্তব্য। গঙ্গা নদীর শাখানদী যমুনার উৎসমুখ হল এটি। উত্তরাখণ্ডের গারওয়াল হিমালয়ের কাছে এর উৎপত্তি। যমুনা নদীর জলের মূল উৎস হল চম্পাসার হিমবাহ। তবে সেখানে পৌঁছনো দূরহ কাজ। তাই পাহাড়ের শেষ ধাপে মন্দির তৈরি করা হয়েছে যার নাম যমুনোত্রী মন্দির। [সুযোগ পেলেই ঘুরে আসুন স্বপ্নসুন্দর নৈনিতাল]

নর্মদা - নর্মদা কুণ্ড

নর্মদা - নর্মদা কুণ্ড

মধ্যপ্রদেশের অমরকণ্টকে নর্মদা কুণ্ড থেকে উৎপত্তি নর্মদা নদীর। এই জায়গাটি থেকে মোট তিনটি নদীর উৎপত্তি হয়েছে। সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝে অবস্থিত এই জায়গাটি মধ্যপ্রদেশের অন্যতম দর্শনীয় স্থান। [দক্ষিণ ভারতের এই জায়গাগুলি জনপ্রিয় হয়েছে বলিউডের দৌলতে]

কৃষ্ণা - মহাবলেশ্বর

কৃষ্ণা - মহাবলেশ্বর

কৃষ্ণা নদী পশ্চিম ভারতের অন্যতম বড় নদী। মহাবলেশ্বরের কাছে জোর ভিলেজ নামে একটি শৈল শহরের কাছে অবস্থিত কৃষ্ণা দেবী মন্দিরে এটির উৎপত্তি। মন্দিরের ভিতরের একটি ষাঁড়ের মুখ থেকে সরু করে অবিরত জল পড়ে চলেছে। বলা হয়, এটিই কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল।

কাবেরী - তালাকাবেরী

কাবেরী - তালাকাবেরী

দক্ষিণ ভারতের অন্যতম দীর্ঘ নদী হল কাবেরী। পশ্চিমঘাট পর্বতমালার যে অংশ কর্ণাটকে রয়েছে সেখানকার ব্রহ্মগিরি পাহাড়ে এর উৎপত্তি। কুর্গে অবস্থি তালাকাবেরী নামে একটি ঝরনাকেই কাবেরীর উৎসস্থল হিসাবে ধরা হয়।

English summary
Birthplaces of Famous Rivers That Originate in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X