For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডায়মন্ড এক্সপ্রেস থেকে উদ্ধার ৪১ লক্ষের বাতিল নোট, গ্রেফতার ১

৪১ লক্ষ টাকার পুরনো ৫০০ ও ১০০০-এর নোট উদ্ধার হল এক্সেপ্রস ট্রেন থেকে। এই ঘটনায় বমাল সমেত ধরা পড়েছেন এক ব্যক্তি।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

বর্ধমান, ২৪ নভেম্বর : ৪১ লক্ষ টাকার পুরনো ৫০০ ও ১০০০-এর নোট উদ্ধার হল এক্সেপ্রস ট্রেন থেকে। এই ঘটনায় বমাল সমেত ধরা পড়েছেন এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ সামন্ত। ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে সিদ্ধার্থ নামের ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ধমান স্টেশনে নামতেই রেল পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেলা পুলিশ।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, ডায়মন্ড এক্সেপ্রেসে করে এক যাত্রী অনেক টাকার বাতিল নোট নিয়ে আসছে। সেইমতো ফাঁদ পাতে পুলিশ। বর্ধমানের মাধবডিহির ভুরকুন্ডা গ্রামের বাসিন্দা সিদ্ধার্থকে ধরার জন্য জিআরপি ও আরপিএফের সহায়তায় চায় পুলিশ। বুধবার রাতে বর্ধমান স্টেশনে নামতেই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ ৩১ হাজার টাকা। সবই পুরনো ৫০০ ও ১০০০-এর নোট। ঝাড়খণ্ড থেকে সিদ্ধার্থ ওই টাকা নিয়ে আসছে বলে জানায় পুলিশকে।

ডায়মন্ড এক্সপ্রেস থেকে উদ্ধার ৪১ লক্ষের বাতিল নোট, গ্রেফতার ১

ওটা তাঁর ব্যবসার টাকা বলেও জানায় সে। কিন্তু সিদ্ধার্থ নোট সংক্রান্ত কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। আয়কর বিভাগে জানানো হয়েছে বিষয়টি। এবার আয়কর বিভাগের আধিকারিকরা খতিয়ে দেখবে বিষয়টি।

English summary
From Diamond Express recovered the cancellation note of 41 lac, 1 arrest from Bardhaman station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X