For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্যটকদের এন্ট্রি ফি দিতে হবে 'ওভারট্যুরিজমে'! বিশ্বের ‘প্রথম শহরে’ চালু নয়া বিধি

পর্যটকদের এন্ট্রি ফি দিতে হবে 'ওভারট্যুরিজমে'! বিশ্বের ‘প্রথম শহরে’ চালু নয়া বিধি

Google Oneindia Bengali News

পর্যটনেও এবার লাগবে প্রবেশ মূল্য। অর্থাৎ এন্ট্রি ফি দিয়ে ঘুরতে যেতে হবে আপনাকে। এমনই নয়া বিধি চালু হচ্ছে শীঘ্রই। যতবার খুশি মনের আনবন্দে ভ্রমণ করতে যাবেন, তা আর হবে না। এবার ভ্রমণ-সাধ মেটাতে গেলে রীতিমতো এন্ট্রি ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে নির্দিষ্ট ওই শহরের নির্দিষ্ট পর্যটন কেন্দ্র।

পর্যটকদের স্পট বুক করতে প্রবেশমূল্য দিতে হবে

পর্যটকদের স্পট বুক করতে প্রবেশমূল্য দিতে হবে

বিশ্বের প্রথম শহর হিসেবে এই ব্যবস্থা চালু করছে ইতালির এক শহর। ইতালির উপহ্রদ শহর ভেনিস বিশ্বের প্রথম এমন ব্যবস্থা গ্রহণ করেছে। ইতালির শহরে যাওয়ার আগে পর্যটকদের একটি স্পট বুক করতে হবে এবং প্রবেশমূল্য দিতে হবে। ভারতীয় মূল্য প্রায় ২৫০ টাকা থেকে শুরু করে প্রায় ৮২০ টাকা পর্যন্ত ধার্য হবে প্রবেশ মূল্য।

পর্যটকদের জন্য এন্ট্রি ফি বিধি চালু হচ্ছে কবে

পর্যটকদের জন্য এন্ট্রি ফি বিধি চালু হচ্ছে কবে

ভেনিসে আসা পর্যটকদের জন্য এমনই বিধি চালু হচ্ছে। আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে এন্ট্রি ফি দিতে হবে পর্যটকদের। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল এই দেশ। আসলে পর্যটন কেন্দ্রে ভিড় এড়াতেই এই ব্যবস্থা চালু হচ্ছে। ওভার-ট্যুরিজম একটা মস্তবড় সমস্যা হয়ে গিয়েছে ওই দেশের ক্ষেত্রে। সেই ওভার ট্যুরিজম মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবেশমূল্য বা এন্ট্রি ফি দিতে হবে না যাঁদের

প্রবেশমূল্য বা এন্ট্রি ফি দিতে হবে না যাঁদের

এখানে উল্লেখ্য, ভেনিসে আগত সকল পর্যটকদের জন্য এই প্রবেশমূল্য বা এন্ট্রি ফি দিতে হবে না। শিশু বা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অর্থ প্রদান করতে হবে না। তাদের এন্ট্রি ফি থেকে অব্যাহতি দেওয়া হবে। এছাড়াও বাড়ির মালিক, স্বাস্থ্যগত কারণে পরিদর্শনকারী ব্যক্তি, আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তি এবং ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসা ভ্রমণকারী পর্যটকদেরও ছাড় দেওয়া হবে।

‘ওভারট্যুরিজম’ সমস্যার সমাধানের জন্যই এই পন্থা

‘ওভারট্যুরিজম’ সমস্যার সমাধানের জন্যই এই পন্থা

পর্যটকদের আরও একটি শ্রেণিকে প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি দিতে হবে না ভেনিসে। হোটেলে থাকা পর্যটকদেরও দিতে হবে না এন্ট্রি ফি। কারণ তাঁরা তাঁদের হোটেল ভাড়ার মাধ্যমে পর্যটক ট্যাক্স পরিশোধ করবে। শহরের পর্যটন কাউন্সিলর সিমোন ভেনটুরিনি বলেছেন, 'ওভারট্যুরিজম' সমস্যার সমাধানের জন্যই এই পন্থা নেওয়া হয়েছে।

অর্থ উপার্জনের ব্যবস্থা নয়, পর্যটক প্রবাহের সু-পরিচালনা

অর্থ উপার্জনের ব্যবস্থা নয়, পর্যটক প্রবাহের সু-পরিচালনা

ভেনিসে এখন কিছুদিন ধরে ওভার ট্যুরিজম সমস্যা চলছে। ভেনিস একটি জীবন্ত শহর। সেই শহরকে সজীব রাখতে হবে। সে জন্যই এই বিকল্প ভাবনা। বুকিং সিস্টেমটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে একটি বিশদ পরিকল্পনা করা দরকার। আলোচনা করা হচ্ছে, আগামী মাসেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বাজেট কাউন্সিলর মিশেল জুইন বলেন, "এটি নগদ অর্থ উপার্জনের ব্যবস্থা নয়, পর্যটক প্রবাহ পরিচালনা করার সু-ব্যবস্থা।"

এন্ট্রি ফি এবং জরিমানার টাকা ট্যাক্স হ্রাসে প্রতিফলিত

এন্ট্রি ফি এবং জরিমানার টাকা ট্যাক্স হ্রাসে প্রতিফলিত

সিটি কাউন্সিলরদের দ্বারা নির্ধারিত ব্যবস্থায লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা দিতে হবে। ডে-ট্রিপাররা যদি এন্ট্রি ফি সংগ্রহের ব্যবস্থা মেনে চলতে ব্যর্থ হয়, তাহলে তাদের জরিমানা করা হবে ৫০ ডলার থেকে ৩০০ ডলার। এন্ট্রি ফি এবং জরিমানার মাধ্যমে সংগৃহীত অর্থ ভেনিসের নাগরিকদের জন্য ট্যাক্স হ্রাসে প্রতিফলিত হবে।

জুলাই মাসে ভারত ভ্রমণের ইচ্ছে থাকলে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেনজুলাই মাসে ভারত ভ্রমণের ইচ্ছে থাকলে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন

English summary
World's first city Venis where tourists would be paid entry fee to tackle 'over tourism'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X