For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হয়ে গিয়েছে?‌ ফিরে পাবেন কীভাবে? রইল উপায়

হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট হয়ে গিয়েছে?‌ ফিরে পাবেন কীভাবে? রইল উপায়

Google Oneindia Bengali News

ভার্চুয়াল জগতের খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়। কিন্তু এই হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যবসা বা কাজের ক্ষেত্রেও অত্যন্ত দরকারি একটি মাধ্যম। এই মাধ্যমটিকে আমরা একাধিক জটিল তথ্য ও বিবরণ শেয়ার করার জন্য ব্যবহার করি। কিন্তু কি হবে যদি এই হোয়াটসঅ্যাপ চ্যাটটি কোনওভাবে মুছে যায়?‌ আমরা কি তা একেবারের জন্য হারিয়ে ফেলব নাকি তা উদ্ধার করা সম্ভব হবে?‌ অনেকসময়ই আমরা দুর্ঘটনাবশত মেসেজ মুছেও ফেলি। তবে এখন আর এটা নিয়ে এত ভাবনাচিন্তা করার প্রয়োজন নেই কারণ হোয়াটসঅ্যপ কথোপকথন অ্যানড্রয়েড ও আইওএস স্মার্টফোনে পুনরায় উদ্ধার করা সম্ভব হবে। আপনি যদি আপনার কথোপকথনগুলি পুনরুদ্ধার করতে চান তবে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপগুলি বোঝা গুরুত্বপূর্ণ ৷

চ্যাট ব্যাকঅ্যাপ বিকল্প

চ্যাট ব্যাকঅ্যাপ বিকল্প

হোয়াটসঅ্যাপ মেসেজ পুনরুদ্ধার করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে গিয়ে চ্যাট ব্যাকআপ বিকল্পকে সক্রিয় করতে হবে। এরপর আপনি আপনার চ্যাট ব্যাকআপ নেওয়ার জ্য দৈনিক, সাপ্তাহিক বা মাসিক বিকল্প বাছতে পারেন অটো ব্যাক আপ বিকল্পে গিয়ে। এটাও মনে রাখা দরকার যে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র সাম্প্রতিক ব্যাকআপ রাখবে। আপনি যদি দৈনিক ভিত্তিতে আপনার কথোপকথনের ব্যাক আপ নিতে চান, তাহলে আপনার মুছে ফেলা চ্যাটগুলি চিরতরে হারানো এড়ানোর একটি ভাল সুযোগ রয়েছে।

 ক্লাউড ব্যাকঅ্যাপ

ক্লাউড ব্যাকঅ্যাপ

তবে আপনার যদি আইফোন থাকে সেক্ষেত্রে আপনি ক্লাউড ব্যাকআপে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে একটি ডুয়াল-ব্যাকআপ সিস্টেম রয়েছে যা আপনার স্মার্টফোনের পাশাপাশি ক্লাউডে চ্যাট সংরক্ষণ করে। চ্যাট আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্ট বা আইক্লাউড অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়। যে কোনও সময়ে রিকভার করা যাবে। আপনাকে যেট করতে হবে সেটা হল হোয়াটসঅ্যাপ>‌সেটিংস>‌চ্যাট>‌চ্যাট ব্যাকআপ। আপনি যদি শেষ ব্যাক অ্যাপ দেখতে চান তবে হোয়াটসঅ্যাপ সরিয়ে দিয়ে পুনরায় তা রিইনস্টল করুন। আপনার ফোন নম্বর যাচাই করার পর আপনি চ্যাটে হিস্ট্রি পুনরায় সংরক্ষণ করতে পারবেন।

 আই ক্লাউড ড্রাইভ

আই ক্লাউড ড্রাইভ

এটা উল্লেখ্য যে আপনাকে আই ক্লাউড ড্রাইভ চালু করতে হবে এবং আই ক্লাউড অ্যাক্সেস করতে আপনি যে অ্যাপেল আইডি ব্যবহার করেন সেটি ব্যবহার করে সাইন ইন করতে হবে। আই ক্লাউড ও আই ফোন উভয় জায়গাতেই জায়গা রাখতে হবে। ব্যাকআপের জন্য কমপক্ষে ২.‌০৫ পরিমাণ সংরক্ষণের জায়গা রাখা বাধ্যতামূলক ফোন ও আই ক্লাউড উভয়ের ক্ষেত্রে। যেহেতু আপনি অন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে চ্যাট ইতিহাস পুনরুদ্ধার করতে পারবেন না, ব্যাক আপ এবং পুনরুদ্ধার করার জন্য ব্যবহৃত ফোন নম্বরটি অবশ্যই একই হতে হবে।

অ্যানড্রয়েডের ক্ষেত্রে

অ্যানড্রয়েডের ক্ষেত্রে

আপনি যদি নিয়মিতভাবে আপনার কথোপকথন ব্যাপঅ্যাপে রাখেন তবে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে তা পুনরায় ইনস্টল করুন, রিস্টোর বেছে নিন। ফল হিসাবে আপনি দেখবেন সম্প্রতি করা সব ব্যাকঅ্যাপ রিস্টোর করা রয়েছে। আপনাকে শুধু ব্যাকঅ্যাপের জন্য ফোন নম্বর ও গুগল অ্যাকাউন্ট এক রাখতে হবে। এরপর রিপেয়ার পদ্ধতি শেষ হওয়ার পর নেকস্ট-এ গিয়ে ক্্লিক করবেন। স্টার্টআপ শেষ হওয়ার পর চ্যাট এরপর দেখা যাবে।

 লোকাল ব্যাকঅ্যাপ

লোকাল ব্যাকঅ্যাপ

লোকাল ব্যাকআপ চাইলে আপনি কম্পিউটার, ফাইল এক্সপ্লোরার বা এসডি কার্ডেও নিতে পারেন। ব্যাকঅ্যাপ রিস্টোরের জন্য ফাইল ম্যানেজার প্রোগ্রাম ডাউনলোড করতে হবে। লোকাল স্টোরেজ বা এসডি কার্ড নেভিগেট করুন>‌হোয়াটসঅ্যাপ>‌ফাইল ম্যানেজমেন্টের অ্যাপের ডাটাবেস। যদি আপনার ডেটা এসডি কার্ডে স্টোর করা না থাকে, তাহলে আপনি পরিবর্তে '‌ইন্টার্নাল স্টোরেজ'‌ অথবা '‌প্রধান স্টোরেজ'‌ দেখতে পারেন। অতি-সাম্প্রতিক ব্যাক-আপের ফাইলটি আপনার নতুন ডিভাইসের লোকাল স্টোরেজের ডেটাবেস ফোল্ডারে কপি করুন।

এরপর হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন এবং খুলুন, এরপর আপনার নম্বরটি যাচাই করুন।

লোকাল ব্যাক-আপ থেকে আপনার চ্যাট এবং মিডিয়া পুনরুদ্ধারের জন্য অনুরোধ জানানো হলে, পুনরুদ্ধার করুন-এ ট্যাপ করুন।

দ্রষ্টব্য:

দ্রষ্টব্য:

১)‌ আপনার ফোন গত সাত দিনের লোকাল ব্যাক-আপ ফাইল স্টোর করবে।

২)‌ প্রতিদিন রাত ২টোয় অটোমেটিক লোকাল ব্যাক-আপ নেওয়া হবে এবং আপনার ফোনে ফাইল হিসেবে সেভ করা হবে।

৩)‌ যদি আপনার ডেটা /এসডি কার্ড/হোয়াটসঅ্যাপ/ ফোল্ডারে স্টোর করা না থাকে, তাহলে আপনি '‌ইন্টার্নাল স্টোরেজ'‌ বা '‌প্রধান স্টোরেজ'‌ ফোল্ডারে দেখতে পারেন।

সাম্প্রতিক নয় এমন লোকাল ব্যাক-আপ পুনরুদ্ধার করুন

সাম্প্রতিক নয় এমন লোকাল ব্যাক-আপ পুনরুদ্ধার করুন

সাম্প্রতিক নয় এমন লোকাল ব্যাক-আপ যদি আপনি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনাকে এগুলি করতে হবে:

১)‌ একটি ফাইল ম্যানেজার অ্যাপ ডাউনলোড করুন।

২)‌ ফাইল ম্যানেজার অ্যাপ থেকে আপনার লোকাল স্টোরেজ অথবা এসডি কার্ড নেভিগেট করুন, এরপর হোয়াটসঅ্যাপ > ডেটাবেস-এ যান। যদি আপনার ডেটা এসডি কার্ডে স্টোর করা না থাকে, তাহলে আপনি পরিবর্তে '‌ইন্টার্নাল স্টোরেজ'‌ বা '‌প্রধান স্টোরেজ' দেখতে পারেন।

৩)‌ আপনি যে ব্যাক-আপ ফাইল পুনরুদ্ধার করতে চান সেটির নাম msgstore-YYYY- MM-DD.1.db.crypt12 থেকে msgstore.db.crypt12-এ পরিবর্তন করুন। এটি হতে পারে যে আপনার আগের নেওয়া ব্যাক-আপটি অন্য কোনও প্রোটোকলে করা, যেমন: ক্রিপ্ট৯ বা ক্রিপ্ট১০। তবে ‌ক্রিপ্ট এক্সটেনশনের নম্বর পরিবর্তন করবেন না।

৪)‌ হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করুন।

৫)‌ অনুরোধ জানানো হলে, পুনরুদ্ধার করুন-এ ট্যাপ করুন।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Learn how to recover deleted WhatsApp Chat,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X