For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ বিটকয়েন সমান কত টাকা জানেন কি? কীভাবে কাজ করে এই ক্রিপ্টোকারেন্সি, জেনে নিন খুঁটিনাটি

  • By
  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে জনপরিয়তম ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন। বিটকয়েনের লেনদেনে কোনও ব্যাঙ্কিং ব্যবস্থা জড়িত নেই। অনলাইনে সরাসরি দুই ব্যক্তির মধ্যে লেনদেন করা যায়। এই লেনদেনকে বলে পিয়ার টু পিয়ার লেনদেন। এটিকে নিয়ন্ত্রণ করার কোনও সংস্থা বা রেগুলেটরি বডি নেই। একযুগ আগে ২০০৮-০৯ সালে নাকামোতো নামে জনৈক একজন এর সোর্সকোড নিয়ে একট প্ল্যাটফর্মে দিয়ে দেন। এই বিটকয়েন কী এবং কীভাবে কাজ করে তা সকলকে জানান। পরে তিনি তার কোড অন্যকে হস্তান্তর করে দেন।

বিটকয়েন তৈরি হয় মাইনিংয়ের মাধ্যমে

বিটকয়েন তৈরি হয় মাইনিংয়ের মাধ্যমে

বলা হয়ে থাকে যে বিটকয়েন তৈরি হয় মাইনিংয়ের মাধ্যমে। যেখানে কম্পিউটারের প্রসেসিং ক্ষমতার ভিত্তিতে লেনদেন রেজিস্টার করা হয়। লেনদেন থেকে মোট কত বিটকয়েন তৈরি হবে তার নির্দিষ্ট মাপ রয়েছে। বল হয় যে প্রতি চার বছর পরপর তা কমে যায়। আগামী একশো বছরের কিছু বেশি সময় পরে আর বিটকয়েন তৈরি হবে না।

বিটকয়েনে দুই ধরনের ওয়ালেট

বিটকয়েনে দুই ধরনের ওয়ালেট

বিটকয়েনে দুই ধরনের ওয়ালেট রয়েছে। এই বিটকয়েন নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক রয়েছে। এর সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে বলে অনেকে মনে করেন। এই মুদ্রার ওঠানামা বেশ অনেকটা। তবে গত কিছুদিনে এই মুদ্রা রেকর্ড উত্থান ঘটিয়ে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছে।

টাকায় বিটকয়েনের মূল্য

টাকায় বিটকয়েনের মূল্য

বর্তমানে ১ বিটকয়েন সমান ভারতীয় টাকায় সাড়ে ৩৭ লক্ষ টাকার কিছু বেশি। তবে যেহেতু এই মুদ্রার ওঠানামা অনেক বেশি থাকে ফলে এক একদিনে লক্ষাধিক ভারতীয় টাকার ওঠানামা লেগে থাকতে পারে। ফলে এদিন এর মূল্য যা থাকবে তা একদিনের মধ্যে কয়েক লক্ষ টাকা বেশি বা কম হয়ে যেতে পারে।

English summary
What is Bitcoin, How it Works, Know Everything in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X