For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস সাংসদ কে ডি সিংয়ের অফিসে আয়কর হানা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আয়কর
কলকাতা, ২১ জুন: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কে ডি সিং পরিচালিত দু'টি কোম্পানির বিভিন্ন অফিসে হানা দিল আয়কর দফতর। গতকাল অন্তত ৩৫টি জায়গায় তারা তল্লাশি চালায়। এই অভিযানে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

কে ডি সিংয়ের অর্থলগ্নি এবং পোলট্রি ব্যবসা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই দু'টি কোম্পানি আয় বাবদ কর দিচ্ছিল না বলে অভিযোগ। তাই তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় আয়কর দফতর। গতকাল প্রথম হানা দেওয়া হয় চণ্ডীগড়ের অফিসে। তার পর দফায় দফায় হানা দেওয়া হয় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার আমতলা এবং দিল্লির অফিসে। শুধু কলকাতায় হানা দেওয়ার জন্য দিল্লি থেকে আসে একটি পৃথক দল। তারা কলকাতা শাখার অফিসারদের নিয়ে তল্লাশি চালায় সেন্ট্রাল অ্যাভিনিউ, লেক রোড এবং গড়িয়াহাটের অফিসে।

এর আগে তৃণমূল কংগ্রেসের আর এক সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। তিনি দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। যদিও দলের বক্তব্য, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনীতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই সিবিআই নামিয়ে হেনস্থা করেছে দেবব্রতবাবুকে। তবে কে ডি সিংয়ের ব্যাপারে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি দল। দলের একাংশের বক্তব্য, আয়কর দফতরের তল্লাশিতে কে ডি সিং কতটা বিপাকে পড়েন, সত্যিই তাঁর বিরুদ্ধে অভিযোগের সারবত্তা কতটা, তা দেখে নিতে চাইছেন শীর্ষ নেতৃত্ব।

কে ডি সিংয়ের ক্ষেত্রে আয়কর দফতর এই ব্যবস্থা নেওয়ায় শুধু রাজ্য স্তরেই নয়, জাতীয় স্তরেও অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। কারণ তিনি সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ। আগে ঝাড়খণ্ড থেকে নির্দল এমপি হয়েছিলেন। পরে তৃণমূল কংগ্রেসই তাঁকে রাজ্যসভায় টিকিট দেয়।

English summary
Income Tax officers raid TMC MP KD Singh's offices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X