For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিশ্রুতির অভিনব কায়দা!‌ বিয়ের চুক্তিপত্রে সই করলেন অসমের নব দম্পতি, ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

বর্তমানে বিয়ের অর্থ হল কীভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়। চিরাচরিত ও রীতিগুলির বদলে অন্য ধরনের বিষয়গুলি বেশি প্রাধান্য পেতে শুরু করেছে ভারতীয় বিয়েগুলিতে। বর ও কনে একে-অপরকে প্রণাম করা বিয়ের পর, একে-অপরের সঙ্গে সারাজীবন ধরে থাকার প্রতিশ্রুতি নেওয়ার মতো কিছু ভালো পরিবর্তন দেখা গিয়েছে। বিয়ের দিন বরকনের মুখ চোখ যে আনন্দে ঝলমলে হবে সেটাই স্বাভাবিক। ২ তরুণ হৃদয় মিলেমিশে একাকার হওয়ার সেই শুভক্ষণে অসমের এক নবদম্পতি কিন্তু অন্য এক চুক্তিপত্রে সই করে সকলকে চমকে দিলেন।

বিয়ের চুক্তিপত্রে সই করলেন অসমের নব দম্পতি

শান্তি ও মিন্টুকে দেখা গেল বিয়ের চুক্তিপত্রে সই করতে। ওয়েডলক ফটোগ্রাফি এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই চুক্তির নিয়ম ও শর্তগুলি ভিডিওতে দেখা গিয়েছে। চুক্তিপত্রে পয়েন্ট করে করে শর্ত দেওয়া রয়েছে। প্রথম শর্তই হল মাসে ১টার বেশি পিৎজা নয়। দ্বিতীয় শর্তটিও চমকপ্রদ। খাদ্যরসিক দম্পতি এই শর্তেও সই করলেন যে বাড়ির খাবারে কেউ না করতে পারবেন না। এছাড়া রবিবার সকালের ব্রেকফাস্ট বরকে বানাতে হবে এমন শর্তও রয়েছে। জিমে যাওয়ার শর্তও রয়েছে এই চুক্তিপত্রে। এমন আজব চুক্তিপত্র এর আগে কেউ কোনও বিয়েতে দেখেছেন বলে মনে করতে পারছেন না। এই চুক্তিপত্রে অবশ্য অন্য শর্তও ছিল। যেমন ২ জনই বেশি রাত পর্যন্ত পার্টি করতে পারেন, তবে অপরজনকে সঙ্গে থাকতে হবে। এই চুক্তিপত্রে সাক্ষী হিসাবে সই করেছেন অনেকেই।

তবে এই চুক্তির মধ্যে এমন একটি শর্ত রয়েছে যা দেখে নেটিজেনরা একটু অখুশি হয়েছেন। চুক্তিতে বলা আছে নববধূকে রোজ শাড়ি পরতে হবে। যা এই চুক্তির সঙ্গে মানানসই নয় বলেই মনে করছেন নেটিজেনরা। এই ভিডিও ইতিমধ্যে ৪ কোটি ভিউয়ার্স হয়ে গিয়েছে এবং প্রচুর প্রতিক্রিয়া আসছে এই ভিডিওটিতে। কিছু মানুষ এই চুক্তিপত্র দেখে বেশ অবাক হয়েছেন। অসমের এই বিয়ের চুক্তিপত্র নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

পুরুষ শরীরে নারীর প্রজনন অঙ্গ, ২০ বছর ধরে ঋতুস্রাব হচ্ছে জানতেন না চিনের এই ব্যক্তিপুরুষ শরীরে নারীর প্রজনন অঙ্গ, ২০ বছর ধরে ঋতুস্রাব হচ্ছে জানতেন না চিনের এই ব্যক্তি

English summary
The newlyweds of Assam signed a contract on their wedding day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X