Tap to Read ➤

দেশের কোন রাজ্যের মহিলারা সবথেকে বেশি সংখ্যায় কর্মরতা?

কোন কোন পেশায় যুক্ত ভারতীয় নারীরা?
paramita das
দেশের সবথেকে বেশি সংখ্যক কর্মরত মহিলার সংখ্যা রয়েছে তেলেঙ্গানায় বলে জানিয়েছে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (NFHS-5)
উত্তর ও পূর্বের দুটি রাজ্য মণিপুর (৪০%), মেঘালয় (৪২%) থেকে সামান্য পিছিয়ে কিন্তু তেলেঙ্গানা, প্রায় সেখানে ৩৯ শতাংশ মহিলা কর্মরত। অন্ধ্র প্রদেশে, এটি প্রায় ৩৭ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, তেলেঙ্গানার মহিলারা শতাংশের নিরিখে সবথেকে বেশি কর্মরতা আমাদের দেশে
সমীক্ষায় দেখা গিয়েছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলারা কর্মক্ষেত্রে বেশী নিযুক্ত
এক সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের থেকে নারীরা কাজের জায়গায় বেশী এগিয়ে। অনেক মহিলায় অকৃষি পেশায় যুক্ত।
শপিং মল, নির্মাণ শিল্প, টেক্সটাইল ও অন্যান্য ছোট ছোট গ্রামীণ কাজে মহিলারা বেশী নিযুক্ত।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
মহিলা ও শিশু কল্যাণ বিভাগের এক কর্মকর্তা জানান, মহিলারা ঘরের বাইরে কাজ করবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তাঁরা অর্থ উপাজনের জন্য বাড়ির বাইরে বেরোন।
সমীক্ষায় উঠে এসেছে, আইটি, আইটিএস, সেক্টরে নিম্ন অর্থনৈতিক স্তরে মহিলাদের একটা ব্যাপক চাহিদা আছে।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
গ্রামীন এলাকায় কিন্তু অনেক মহিলাই টেক্সটাইল ও বিড়ি তৈরির কাজে যুক্ত।
শপিং মলে ৪০ শতাংশ, আইটিএস সেক্টরে ৩৫ শতাংশ, অন্যান্য কাজে ২৫ শতাংশ মহিলা অন্য কাজে নিযুক্ত।