Tap to Read ➤

বিপুল সম্পত্তির মালিক হয়েও সেরা ধনী তালিকায় কেন নেই রতন টাটা?

কোথায় যায় টাটা গোষ্ঠীর লাভের অংশ?
Dipanwita Bandopadhyay
ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম ইলন মাস্ক, তাঁর মোট সম্পত্তির মূল্য ২৬৮ বিলিয়ন ডলার

ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
তালিকায় সেরাদের শীর্ষে নাম আছে ভারতের গৌতম আদানি ও মুকেশ আম্বানিরও

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
কিন্তু গত ৬০ বছর ধরে দেশের বৃহত্তম বিজনেস চেইনের মালিক হয়েও বিশ্বের ধনীতমদের ব্যক্তিদের তালিকায় নাম নেই রতন টাটার
এর প্রধান কারণ হল টাটা সন্সের ইক্যুইটির ৬৬ শতাংশ টাটা ট্রাস্টের হাতে ন্যাস্ত রয়েছে, কোম্পানির লভাংশ সরাসরি জমা হয় এই ট্রাস্টের খাতেই
রতন টাটার ব্যক্তিগত মালিকানায় নয়, বরং টাটা গোষ্ঠীর সব টাকা ট্রাস্টের হাত থেকেই বিতরণ করা হয় কর্মী থেকে চ্যারিটি সব ক্ষেত্রেই
টাটাদের মোট আয়ের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা, তাও মাত্র এক মাসে!
টাটা অ্যান্ড সন্সের বিভিন্ন খাতে মানবকল্যাণে বিপুল পরিমাণ অনুদান দেওয়া হয়, যার অঙ্ক কয়েক মিলিয়ন ডলার, শতকরা হিসেবে লাভের মোট ৬৫ শতাংশ
অবাক করা বিষয় হলেও সত্যি যে রতন টাটার ব্যক্তিগত মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১ বিলিয়ন