Tap to Read ➤

গরমে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন অঙ্গ জানেন?

শুধু ত্বক নয়, চোখ এবং চুল সহ বেশকিছু অঙ্গের ক্ষতি হয় বেশি গরমে
Dipanwita Bandopadhyay
আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে ভারতের একাধিক জায়গায়
এই প্রচণ্ড গরমে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয় দেহের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ
রোদে গরমে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শরীরের ত্বকের, যারমধ্যে সানবার্ন ও ট্যান খুব সাধারণ সমস্যা
এই অস্বাভাবিক রোদে ও গরমে ত্বকের পাশাপাশি চুলের গোঁড়ায় ঘাম জমে ক্ষতিও হয় অনেক বেশি
প্রবল গরমে চোখেরও অনেক ক্ষতি হয়, হঠাৎ করে চোখে জ্বালা, ব্যথা, চুলকানির মতো সমস্যা দেখা দেয়
গরমের জন্য অনেক সময় পাচনতন্ত্রের সমস্যা দেখা যায়, যার ফলে হয় ডিহাইড্রেশনের মত অসুখ
বেশি গরমে কাজ করা বন্ধ করে দেয় মস্তিষ্ক, ফলে প্রচণ্ড রোদে সানস্ট্রোক বা হিটস্ট্রোকের প্রবণতা দেখা যায়
গরমে শরীরে জলের পরিমাণ কমে যায়, এর ফলে রক্ত চলাচলে সমস্যা হয়। তার প্রভাব পড়ে হার্টের উপর